ব্যাপক বিক্ষোভ জলপাইগুড়িতে ,বন দফতরের কর্মীদের সঙ্গে সংঘর্ষে মৃত কাঠ মাফিয়ার!

ব্যাপক বিক্ষোভ জলপাইগুড়িতে ,বন দফতরের কর্মীদের সঙ্গে সংঘর্ষে মৃত কাঠ মাফিয়ার!জঙ্গলে কাঠ মাফিয়া ও বন দফতরের কর্মীদের খণ্ডযুদ্ধে মৃত্যু হল এক কাঠ মাফিয়ার,দাবি বন দফতরের।আর এই ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে গয়েরকাটা মোরাঘাট রেঞ্জের এস এম জি ২ কম্পারমেন্ট জঙ্গলে।জানা গিয়েছে,জঙ্গলের ভিতর থেকে শাল গাছ কেটে সাইকেল করে পাচার করছিল পাচারকারীরা,এমনটাই অভিযোগ।

 

 

 

 

 

সেই সময় বন কর্মীদের মুখোমুখি হয়ে যায় কাঠ পাচারকারীদের একটি দল।বন কর্মীরা তাঁদের বাধা দিতে গেলে তাঁদের ওপর পাচারকারীরা চড়াও হয় বলেই বন দফতরের অভিযোগ।এরপরেই বন কর্মীরা শূন্যে গুলি চালান,এমনটাই দাবি বন দফতরের।

 

 

 

 

বনবস্তি বাসীদের দাবি,জঙ্গলের মধ্যে বসবাসকারী মানুষরা জঙ্গলের কাঠ খড়ি কুড়িয়ে নিয়ে আসেন।তাতে যদি তাঁকে অপরাধী মনে হয়েছে তাহলে তাঁকে গ্রেফতার করা যেত।কিন্তু নৃশংস ভাবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।এরপর ঘটনাস্থলে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া,ধূপগুড়ি থানার IC সুজয় টুঙ্গা সহ বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ যায়।

 

 

সেই সময়ে মৃতদেহের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।এলাকায় উত্তেজনা রয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দাবি করে বলেন,’ওই ব্যক্তি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন।সেই সময় তার উপর বনকর্মীরা তাঁর ওপর গুলি চালায়।তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলার সময় ওই ব্যক্তির মৃত্যু হয়।’

 

 

 

এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।ওই ব্যক্তির দেহ তাঁর নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়।এরপর এলাকায় উত্তেজনা দেখা দেয়।এদিকে বিক্ষোভ সরিয়ে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

 

 

 

ওই বাসিন্দা আরও বলেছেন,’এই এলাকায় অনেক ব্যক্তি বাড়ির কাজের জন্য জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান।তাহলে কি এবার বন দফতর সবাইকেই গুলি করে মারবে!যদি কোনও অপরাধমূলক কাজ হয়ে থাকত, তাহলে গ্রেফতার করা যেত। বিচার হত।কিন্তু তা না করে সোজা গুলি করা হল।এই নিয়ে আমরা আন্দোলন আরও তীব্র করব।’

 

 

আরও পড়ুন –  দিনহাটায় বোমা বিস্ফোরণ, আহত ২ শিশু-সহ ৩,

 

 

 

যদিও গ্রামবাসীদের দাবি,বন কর্মীদের গুলিতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এবং তিনি কোনও কাঠ মাফিয়া নন,স্থানীয় গ্রামবাসী। মৃতের নাম জিতেন্দ্র রাভা (৪৬)।এলাকাবাসীদের অভিযোগ,ওই ব্যক্তি জ্বালানী কাঠ আনতে গিয়েছিলেন।সেই সময়েই বনকর্মীরা গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে।