বিশ্বকাপে বাংলাদেশের মাঠে নামার আগে পুনের পিচ দেখতে গেলেন কোচ দ্রাবিড়

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতলে কী সেমিফাইনালে জায়গা করতে পারবে ভারত?

আগামী বৃহস্পতিবার পড়শী দেশ বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। প্রথম তিন ম্যাচে জিতে বেশ খুশির মেজাজেই আছেন রোহিত বিরাটরা। পাকিস্তানের বিরুদ্ধে জয়টাই আরও চাঙ্গা করে দিয়েছে ভারতীয় দলকে। যদিও কোচ থেকে দলের ক্রিকেটাররা সবাই তেতে রয়েছেন। পচা শামুকে যাতে পা না কাটে, সেদিকে সতর্ক। বাংলাদেশকে যে কারণে সমীহ করছে ভারত।

আরও পড়ুন: বেতন বৃদ্ধিতে মিলেছে রাজ্যপালের অনুমোদন, পূজোর পরেই বিল পাশের সম্ভবনা

রোহিতদের কোচ দ্রাবিড় বরাবরই বেশি সিরিয়াস। তিনি ছুটিও নেননি গত দু’দিন। দলের ক্রিকেটারদের তিনি ছুটি দিয়ে দিয়েছেন। সোমবার ও মঙ্গলবার ছিল ঐচ্ছিক অনুশীলন। যাঁর ইচ্ছে তিনি অনুশীলনে এসেছেন। কোচ কাউকে নির্দেশ দেননি। রোহিত, কোহলিরা হোটেলে সময় কাটালেও কোচ দ্রাবিড় পিচ দেখতে ছুটলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়ে। বাংলাদেশ দল সেইসময় প্রস্তুতি সারছিলেন মূল মাঠেই।

 

বিশ্বকাপে পুনের মাঠে এখনও পর্যন্ত ম্যাচ হয়নি। তাই উইকেট কেমন আচরণ করবে কেউ জানে না। দ্রাবিড় তাই এদিন মাঠে গিয়ে আলোচনা করেন মাঠ কর্মী ও পিচ কিউরেটারের সঙ্গে। দ্রাবিড়কে দেখে মনে হয়েছে তিনি একটু হলেও চিন্তিত। তবে ভারতের চলতি বিশ্বকাপে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে যে ভারসাম্য রয়েছে, সেটি ঠিকঠাক থাকলে বাংলাদেশ ম্যাচেও সমস্যা হওয়ার কথা নয়।

 

রোহিতদের কোচ দ্রাবিড় বরাবরই বেশি সিরিয়াস। তিনি ছুটিও নেননি গত দু’দিন। দলের ক্রিকেটারদের তিনি ছুটি দিয়ে দিয়েছেন। সোমবার ও মঙ্গলবার ছিল ঐচ্ছিক অনুশীলন। যাঁর ইচ্ছে তিনি অনুশীলনে এসেছেন। কোচ কাউকে নির্দেশ দেননি। রোহিত, কোহলিরা হোটেলে সময় কাটালেও কোচ দ্রাবিড় পিচ দেখতে ছুটলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়ে। বাংলাদেশ দল সেইসময় প্রস্তুতি সারছিলেন মূল মাঠেই।

 

বিশ্বকাপে পুনের মাঠে এখনও পর্যন্ত ম্যাচ হয়নি। তাই উইকেট কেমন আচরণ করবে কেউ জানে না। দ্রাবিড় তাই এদিন মাঠে গিয়ে আলোচনা করেন মাঠ কর্মী ও পিচ কিউরেটারের সঙ্গে। দ্রাবিড়কে দেখে মনে হয়েছে তিনি একটু হলেও চিন্তিত। তবে ভারতের চলতি বিশ্বকাপে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে যে ভারসাম্য রয়েছে, সেটি ঠিকঠাক থাকলে বাংলাদেশ ম্যাচেও সমস্যা হওয়ার কথা নয়। তবে ভারতের চলতি বিশ্বকাপে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে যে ভারসাম্য রয়েছে, সেটি ঠিকঠাক থাকলে বাংলাদেশ ম্যাচেও সমস্যা হওয়ার কথা নয়।

en.wikipedia.org