পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের, প্রথম দিনই জোড়া সভা নদিয়ায় ,

পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের, প্রথম দিনই জোড়া সভা নদিয়ায় , পঞ্চায়েত ভোট ঘিরে গ্রাম বাংলার রাজনীতির উত্তাপ এখন চরমে। ইতিমধ্যেই ওই ভোটের মনোনয়ন পর্ব মিটে গিয়েছে। এখন চলছে প্রচার। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে গ্রাম বাংলার দখল ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল (Trinamul Congress)। সেই লক্ষ্যে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির (Trinamul Congress)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) দেখা যাবে প্রচারে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৭ জুন থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

 

 

 

 

অভিষেকের (Abhishek Banerjee) পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে প্রচার করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহার থেকে প্রচার শুরু করবেন তিনি। পঞ্চায়েতকে সামনে রেখে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি তৃণমূল সুপ্রিমো করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

 

 

আরও পড়ুন –  পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শুরু মমতার, প্রথম সভা কোচবিহারে,

 

আরও পড়ুন –   পুরদফতরের অভ্যন্তরীণ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, কী বলছেন মন্ত্রী ফিরহাদ?

 

আগামী ২৭ জুন অভিষেক (Abhishek Banerjee ) প্রচার শুরু করবেন নদিয়া জেলা থেকে। নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাটে সভা করবেন অভিষেক (Abhishek Banerjee ) । সেই সভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২৭ থেকে শুরু করে অভিষেকের (Abhishek Banerjee ) প্রচার চলবে ৫ জুলাই অবধি। এই সময়কালে রাজ্যের বিভিন্ন জেলায় সভা করবেন তিনি। পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই অভিষেক (Abhishek Banerjee ) ব্যস্ত ছিলেন তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে। সেই কর্মসূচি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। তা শুরু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলা ঘুরে শেষ হয় দক্ষিণ ২৪ পরগনায়। নদিয়ার পর অভিষের বীরভূমে সভা করবেন। তার পর তিনি সভা করবেন আলিপুরদুয়ারে।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)