জিন্দল গোষ্ঠীর পাশে সৌরভের ইস্পাত কারখানা? অনুমোদন দিল রাজ্য?

জিন্দল গোষ্ঠীর পাশে সৌরভের ইস্পাত কারখানা? অনুমোদন দিল রাজ্য?

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফর থেকে ফিরে নিজের স্বপ্নের ইস্পাত কারখানা তৈরির কথ্যা ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুরের শালবনীতে তাঁর ইস্পাত কারখানা গড়ে ওঠার কথা। আর সেখানেই রয়েছে জিন্দল গোষ্ঠীর কারখানা। যদিও জল্পনা ছিল আদেও তার পাশেই হবে কিনা, সৌরভের ইস্পাত কারখানা। এবং রাজ্য সরকারের তরফে দেওয়া হবে কিনা অনুমোদন। আর এবার মন্ত্রীসভার সিদ্ধান্ত ঘিরে বাড়ল জল্পনা।

আরও পড়ুনঃ আইওসি -র ১৪১তম  অধিবেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

স্পেন সফর থেকে কলকাতায় ফিরে এসে সৌরভ জানিয়েছিলেন, আগামী ১৬ থেকে ২০ মাসের মধ্যেই সেই কারখানা তৈরি হয়ে যাবে। এবার মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘিরে বাড়ল জল্পনা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মন্ত্রিসভার বৈঠক বসেছিল, সেখানে শালবনীর কারখানা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বৈঠক শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শালবনীতে জেএসডব্লু অর্থাত্‍ জিন্দলদের একটি প্রকল্প চলছে। তার পাশেই তৈরি হবে শিল্প পার্ক। এই সিদ্ধান্ত ঘিরেই বেড়েছে জল্পনা।

 

স্পেন সফর থেকে কলকাতায় ফিরে এসে সৌরভ জানিয়েছিলেন, আগামী ১৬ থেকে ২০ মাসের মধ্যেই সেই কারখানা তৈরি হয়ে যাবে। এবার মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘিরে বাড়ল জল্পনা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মন্ত্রিসভার বৈঠক বসেছিল,  সেখানে শালবনীর কারখানা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বৈঠক শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শালবনীতে জেএসডব্লু অর্থাত্‍ জিন্দলদের একটি প্রকল্প চলছে। তার পাশেই তৈরি হবে শিল্প পার্ক। এই সিদ্ধান্ত ঘিরেই বেড়েছে জল্পনা।

 

ফিরহাদ হাকিম জানিয়েছেন, শালবনীতে ৪ হাজার ১০২ একর জমি রয়েছে। যেখানে জেএসডব্লু (JSW)-র একটি কারখানা আছে। পাশে ১ হাজার ৯৭৯ একর জায়গায় তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর ১৩২ একর জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে। ওয়াকিবহাল মহলের অনুমান, ওই জমিতেই তৈরি হতে পারে সৌরভের কারখানা।

 

পশ্চিম বর্ধমানে একটি কারখানায় আগেই বিনিয়োগ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাটনাতেও রয়েছে একটি কারখানা। আর এবার ইস্পাত কারখানা তৈরি হওয়ার কথা মেদিনীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সময় মাদ্রিদ থেকে এই কারখানার কথা ঘোষণা করেছিলেন তিনি। বলেছিলেন, “আমার কাছে নতুন প্রজন্ম, যুব সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ। ওদের জন্যই বিনিয়োগ দরকার।” অনুমোদন পেয়ে গিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। আর যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

en.wikipedia.org