‘তোমার হাত ধরে…,’ কৌশানীর সঙ্গে আদুরে ছবি, বিয়ের মরশুমে সুখবর? মুখ খুললেন বনি
ডিসেম্বরে শীতের আমেজে শহরজুড়ে এখন শুধু প্রেমেরই মরশুম। দীর্ঘ প্রেমের সম্পর্কগুলো পরিণতি পাচ্ছে বিয়েতে। সন্দীপ্তা সৌম্য থেকে শ্রীপর্ণা-শুভদীপ, পরমব্রত-পিয়া সহ টলিপাড়ার লাভ বার্ডসরা জীবনের একটি নতুন ইনিংস শুরু করেছেন। রাত পোহালেই বিয়ের সানাই বাজবে দর্শনা-সৌরভের বাড়িতে। ১৫ ডিসেম্বর মিস টু মিসেস হবেন এই টলি সুন্দরী। মহানগরীর আনাচে কানাচে যখন বিয়ের সাজ সাজ রব তখন ইন্ডাস্ট্রির আরও এক পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ও দেবেন সুখবর? তারকা কাপলের লেটেস্ট ইনস্টা পোস্ট দেখেই জল্পনা শুরু। আর সেই জল্পনাকে আরও একটু উসকে দিয়েছে ছবির ক্যাপশন। বনি তাঁর ইনস্টাগ্রামে কৌশানীর সঙ্গে আদুরে মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি যা কিছু চেয়েছি তোমার থেকে…শুধু তোমার দুটো হাত শক্ত করে ধরে রাখতে। একসঙ্গে দুজনে মিলে গোটা পৃথিবী ঘুরব।’
সবুজের মাঝে বনি-কৌশানির লাভিডাভি ফটোশ্যুটের ছবি দেখে নেটনাগরিকরা মনে করছেন এটা নিশ্চয়ই প্রিওয়েডিং শ্যুট। জল্পনা জোড়াল হতেই এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় বনির সঙ্গে। বিয়ের মরশুমে কোনও সুখবর কিনা জানতে চাইলেই প্রথমে বেশ খানিকটা হেসে নেন অভিনেতা। তারপর বলেন, ‘না না, এটা একটা ফটোশ্যুট। ঘুরতে গিয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম। এই ছবির সঙ্গে আমাদের বিয়ের কোনও সম্পর্ক নেই। আসলে এখন চারিদিকে এত বিয়ে হচ্ছে যে অন্য ধরনের ছবি পোস্ট করলেই সবাই ভাবছে বিয়ের ফটোশ্যুট।’
বনি-কৌশানী দুজনেই ঘুরতে ভালোবাসেন। এই জুটির ভক্তরা সেটা ভালোই জানেন। ইনস্টায় ব্যক্তিগত জীবনের আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন টলিপাড়ার এই স্টার কাপল। তাঁদের রোম্যান্টিক ফটোশ্যুট বারবার মন জয় করে ভক্তদের। কমেন্ট বক্সজুড়ে ফ্যানেরা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দেন। ঠিক যেমন লেটেস্ট ফটোশ্যুটের প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকের একাংশ। তবে নিন্দুকেরা তো সর্বত্রই বিরাজমান। বনি-কৌশানীর যে কোনও পোস্টেই নেতিবাচক মন্তব্য করেন তাঁরা। যদিও নেগেটিভ কমেন্ট নিয়ে বিন্দুমাত্র মাথা নেই এই তারকা যুগলের।