সইফ, তৈমুরকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন করিনা কাপুর খান। নবাব-বেগমের সঙ্গে মালদ্বীপে এবার তাঁদের সঙ্গী হয়েছেন সোহা আলি খান, কুণাল খেমু এবং ছোট্ট ইনায়া নাউমি খেমু। আর সবাই মিলে যখন ‘পুল টাইম’ কাটাচ্ছেন মালদ্বীপে, সেই সময় ফের সমালোচনার মুখে পড়তে হল বেগম সাহেবাকে।করিনা কেন ছেলে তৈমুর আলি খানের সামনে বিকিনি পরেছেন, তা নিয়ে আক্রমণ করা হয় বেবোকে। তৈমুরের পাশাপাশি ছোট্ট ইনায়াও তাঁদের সঙ্গে রয়েছেন, তাই সবকিছু ভুলে গিয়ে করিনা কীভাবে বিকিনি পরলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।