স্ত্রীকে ঘরে ঢুকে মারধর এবং স্বামীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার তাহেরপুর থানার ভাদুড়ি গ্রামে।নিহত ব্যক্তির নাম রাজা ভৌমিক। বয়স ৪৯।জানা গিয়েছে, বেসরকারি একটি কোম্পানির জোনাল ম্যানেজার পদে ছিলেন রাজা ভৌমিক।
নিহতের স্ত্রী মুনমুন ভৌমিকের অভিযোগ, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ৩ থেকে ৪ জনের একটি সশস্ত্র দুষ্কৃতীদল দ্বিতলে প্রথমে স্বামীর ঘরে ঢোকে। এরপর নিচতলায় স্ত্রীকে প্রথমে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চুলের মুটি ধরে মারধর করে। গায়ের সোনার অলংকার খুলে নেয়। একইসঙ্গে আলমারিতে রাখা নগদ টাকা এবং সোনা নিয়ে নেয়। প্রত্যেকেরই মুখ বাধা অবস্থায় ছিল। এরপর তাকে টানতে টানতে দোতলায় নিয়ে যায়। স্বামীকেও মারধর করা হয়। পাশের ঘরে স্ত্রীকে নিয়ে যায়। সে সময় তিনি দুটি গুলির আওয়াজ শুনতে পান। তারপর পাশের ঘরে স্ত্রীকে বাইরে থেকে দরজা বন্ধ করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা খুলে উদ্ধার করে।