বোমার আঘাতে জখম হল এক কলেজ পড়ুয়া

বোমার আঘাতে জখম হল এক কলেজ পড়ুয়া। জখম ছাত্রের নাম ফাইজুদ্দিন শেখ। পূর্ব বর্ধমানের গুসকরা কলেজের প্রথম বর্ষের পড়ুয়া বছর আঠারোর ফাইজুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের উক্তা পঞ্চায়েত এলাকার কল্যাণপুর এলাকায়। প্রথম বর্ষের পড়ুয়া বছর আঠারোর ফাইজুদ্দিনকে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

ফাইজুদ্দিনের বাবা মফিক সেখ বলেন, পাশের জমির মালিক মলয় মণ্ডলের সঙ্গে তার বিবাদ ছিল। মলয় মণ্ডল তাকে বেশ কয়েকবার হুমকিও দেয়। ওই জমিতে বোম রেখেছে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে ফাইজুদ্দিনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রীণ করিডর করে কলকাতা নিয়ে যাওয়া হয়। ফাইজুদ্দিন সেখানেই চিকিৎসাধীন রয়েছে। বোমার আঘাতে অল্পবিস্তর জখম হয়েছেন সম্পর্কে ফাইজুদ্দিনের দাদু মুজিদ শেখও। জানা যায়, এলাকার কলাবাগান মাঠে আলু সেচ করছিলেন মুজিদ শেখ।

আর ও পড়ুন    আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল,তোলাবাজির অভিযোগ

তিনি ডিভিসির সেচ নালার পাশে একটি খালে মেশিন লাগিয়ে জলসেচ করছিলেন। আর তাকে মাঠে জলখাবার দিতে যায় নাতি ফাইজুদ্দিন শেখ। বোমার আঘাতে জখম মুজিদ শেখ জানান নাতি জলখাবার দিতে গিয়ে জখম হয়েছে। সেখানে মেশিনের কিছুটা পাশেই ছোট কৌটো পরে থাকতে দেখে কৌতুহলবশত সেটিকে হাতে তুলে নেয় ফাইজুদ্দিন। তখন অন্যরা সেটি ফেলে দিতে বলেন। সেটি ফেলে দিতেই বিরাট জোরে ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

উল্লেখ্য, বোমার আঘাতে জখম হল এক কলেজ পড়ুয়া। জখম ছাত্রের নাম ফাইজুদ্দিন শেখ। পূর্ব বর্ধমানের গুসকরা কলেজের প্রথম বর্ষের পড়ুয়া বছর আঠারোর ফাইজুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের উক্তা পঞ্চায়েত এলাকার কল্যাণপুর এলাকায়। প্রথম বর্ষের পড়ুয়া বছর আঠারোর ফাইজুদ্দিনকে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।