মুখ্য মন্ত্রী তার মন্ত্রী সভায় নতুন নতুন লোক এনে তার ভালত্ব প্রমাণ করার চেষ্টা করছেন, বাম নেতা

“মন্ত্রিত্বের রদ বদল আসলে মুখ্য মন্ত্রী তার মন্ত্রী সভায় নতুন নতুন লোক এনে তার ভালত্ব প্রমাণ করার চেষ্টা করছেন। মানুষ জেনে গেছে কারা টাকা তুলছে সেটা ঢাকার জন্য এই রদ বদল।”মন্ত্রী সভায় নতুন মুখ এনে মন্ত্রী সভার যে বদল ঘটালেন মুখ্য মন্ত্রী সেই প্রসঙ্গকে কটাক্ষ করলেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।এছাড়াও তিনি বলেন আমলাদের ওপর মুখ্য মন্ত্রী বেশি নির্ভর শীল হয়ে পড়েছেন।

 

তাদের কে আরো যাতে বেশি নিয়োগ করা যায় তাই মূলত আমলাদের সুবিধার্থে জেলা ভাগ করছেন মুখ্য মন্ত্রী। বিকাশ বাবু এদিন দাবি করেন মুখ্য মন্ত্রী কিছু সংখ্যক আমলাদের বেশি পছন্দ করছেন বেশি সুবিধা দিচ্ছেন যার ফলে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তাই আরো জেলা বাড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এস এস সি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে আরো একবার মুখ্য মন্ত্রীকে সিদ্ধান্ত ছাড়া পার্থ চট্টোপাধ্যায় কিছুই করেন নি, সুতরাং উনি জড়িত আছেন এতে।

আরও পড়ুন – রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে এবার সরব মুখ খুললেন জেলা বিজেপি সভাপতি

উল্লেখ্য, “মন্ত্রিত্বের রদ বদল আসলে মুখ্য মন্ত্রী তার মন্ত্রী সভায় নতুন নতুন লোক এনে তার ভালত্ব প্রমাণ করার চেষ্টা করছেন। মানুষ জেনে গেছে কারা টাকা তুলছে সেটা ঢাকার জন্য এই রদ বদল।”মন্ত্রী সভায় নতুন মুখ এনে মন্ত্রী সভার যে বদল ঘটালেন মুখ্য মন্ত্রী সেই প্রসঙ্গকে কটাক্ষ করলেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।এছাড়াও তিনি বলেন আমলাদের ওপর মুখ্য মন্ত্রী বেশি নির্ভর শীল হয়ে পড়েছেন। তাদের কে আরো যাতে বেশি নিয়োগ করা যায় তাই মূলত আমলাদের সুবিধার্থে জেলা ভাগ করছেন মুখ্য মন্ত্রী।

 

বিকাশ বাবু এদিন দাবি করেন মুখ্য মন্ত্রী কিছু সংখ্যক আমলাদের বেশি পছন্দ করছেন বেশি সুবিধা দিচ্ছেন যার ফলে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তাই আরো জেলা বাড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এস এস সি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে আরো একবার মুখ্য মন্ত্রীকে সিদ্ধান্ত ছাড়া পার্থ চট্টোপাধ্যায় কিছুই করেন নি, সুতরাং উনি জড়িত আছেন এতে