মারা গেলেন রাজ্যের তথা দেশের প্রবাদ প্রতিম পট শিল্পী দুখুশ্যাম চিত্রকর

মারা গেলেন রাজ্যের তথা দেশের প্রবাদ প্রতিম পট শিল্পী দুখুশ্যাম চিত্রকর । বুধবার রাত ১১ টা নাগাদ পিংলার নয়া গ্রামে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । বয়স হয়েছিল ৭৬ বছর । মাত্র ৭ বছর বয়স থেকেই তিনি পটের কাজ করছেন । রেখে গেছেন স্ত্রী মর্জিনা ও ৫ সন্তানকে । বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কবর স্থানে তাঁকে কবরস্থ করা হয় । তাঁর মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে বহু মানুষ ভিড় জমান নয়া গ্রামে শিল্পীর বাড়িতে । ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান ।

 

ইউরোপ থেকে অস্ট্রেলিয়া , বাংলাদেশ থেকে আমেরিকা সারা পৃথিবীর বহু দেশে সেখানকার বিখ্যাত আর্ট গ্যালারি গুলিতে তাঁর হাতে আঁকা পট চিত্র রয়েছে । কলকতার ভিক্টরিয়া মেমোরিয়ালে রয়েছে তাঁর পটচিত্র । দীর্ঘ তিন দশক ধরে পৃথিবীর বহু দেশে তিনি পটের ওপর কর্মশালায় অংশ নিয়েছেন । বর্তমান প্রেক্ষাপটের ওপর মঞ্চে দাঁড়িয়েই ফুটিয়ে তুলেছেন সুদৃশ্য পটচিত্র । সে পৌরাণিক কাহিনী হোক বা মাছের বিয়ে অথবা করোনা অতিমারী । সামাজিক প্রেক্ষাপটের ওপর হাজার হাজার পটশিল্প ফুটিয়ে তুলেছেন তিনি । বাংলার লোকশিল্প নিয়ে কাজ করা রঞ্জন সেন জানান , দুখু শ্যামের মৃত্যুতে বাংলার লোকশিল্পের অপূরণীয় ক্ষতি হলো । পটের প্রাণ পুরুষ চলে গেলেন ।

আর ও পড়ুন    আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল,তোলাবাজির অভিযোগ

দেশ বিদেশের বিখ্যাত চিত্রশিল্পী , মৃৎশিল্পীরা তাঁকে একনামে চিনতেন । তারাপদ সাঁতরা , সুধীর মাইতি সহ আরও অনেকের সঙ্গে তিনি কাজ করেছেন । পটের সঙ্গে শহরের মানুষের পরিচিতি ঘটিয়েছেন তিনি । আবাসন , সরকারি দপ্তর , অতিথি নিবাস থেকে শপিং মল সবেতেই স্থান করে নিয়েছে পট চিত্র । রঞ্জন বাবু জানান , দুখুশ্যামের হাত ধরে উঠে এসেছেন বহু পটশিল্পী । তাঁরাও বিখ্যাত হয়েছেন । তাঁর পট বেঁচে থাকবে স্বর্ণ চিত্রকর , আনোয়ার চিত্রকর , বাহাদুর চিত্রকরের হাত ধরে।