Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পুলিশকে লক্ষ্য করে বন্দুকবাজির অভিযোগ।

পুলিশকে দেখেই গুলি গরু পাচারকারীর, উত্তপ্ত শীতলখুচি,

পুলিশকে দেখেই গুলি গরু পাচারকারীর, উত্তপ্ত শীতলখুচি,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুলিশকে দেখেই গুলি গরু পাচারকারীর, উত্তপ্ত শীতলখুচি, পুলিশকে লক্ষ্য করে বন্দুকবাজির অভিযোগ। এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে অভিযান পুলিশের। কিন্তু সেখানে উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। চলল এলোপাথাড়ি গুলি। পরিস্থিতি সামাল দিতে পাল্টা পুলিশও ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শীতলখুচিতে (Shitalkhuchi)। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে গরু পাচার-সহ একাধিক দুষ্কৃর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শীতলখুচি ব্লকের নগরনেপরা গ্রামে। ঘটনায় এক পুলিশ আধিকারিক জখমও হন বলে জানা গিয়েছে। বুধবার রাতে পুলিশের কাছে খবর আসে, নাল মিঞা নামে অভিযুক্ত ব্যক্তি বাড়ি ফিরেছেন পরিবারের সঙ্গে দেখা করতে। এরপরই অভিযান চালায় পুলিশ। এই নালের বিরুদ্ধে গরু পাচার ও গুলি চালানো-সহ একাধিক মামলা রয়েছে।

 

 

 

 

 

যেহেতু রাতের বেলা, অন্ধকারে ঢাকা ছিল চারপাশ। সেই সুযোগে পালিয়ে যান নাল। যদিও পুলিশ তাঁর স্ত্রী ও মেয়েকে আটক করে। রাত থেকেই নাল মিঞার বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার ভার্মা বলেন, “খবর পেয়ে পুলিশ আসে। যদিও গ্রেফতারের আগেই পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও কেউ আহত হননি। তবে অভিযুক্ত পলাতক। তদন্ত চলছে।”

 

 

 

 

আরও পড়ুন – অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে রাখলে বড় জরিমানার মুখে পড়তে হতে পারে। কী কী…

 

 

 

নালকে নাগালে পেতে সতর্ক ছিল পুলিশ। নজরে রাখছিল গতিবিধি। এরইমধ্যে পুলিশের কাছে খবর যায়, বাড়ি ফিরেছেন নাল। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ শীতলখুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নালের বাড়ি ঘেরাও করে। অভিযোগ, পুলিশ দরজায় ধাক্কা মারতেই নাল ও তাঁর এক সঙ্গী বাড়ির পিছনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের ঘেরাটোপে পড়েছে বুঝতেই এলোপাথাড়ি গুলি চালায় নাল ও তাঁর সঙ্গী বলে অভিযোগ। যদিও কেউ আহত হননি বলেই জানান পুলিশসুপার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top