ভারতীয় ক্রিকটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গায় আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভ মতোই বাঁহাতি। সেই কারণেই নাকি নির্মাতাদের বিশেষ পছন্দ আয়ুষ্মানকে।পর্দায় দাদাগিরি দেখাবেন আয়ুষ্মান! সৌরভের জীবনীচিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতাদাদার চরিত্রেই আয়ুষ্মানই কি চূড়ান্ত! জল্পনা বাড়িয়ে কী জানালেন অভিনেতা?
রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন আয়ুষ্মান। তিনি বলেন, ‘‘আমি কিছুই বলতে চাই না। আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও। যখন যা হবে জানানো হবে।’’ স্পষ্টতই আয়ুষ্মান জল্পনা আরও একটু উস্কেই দিলেন। জানা যাচ্ছে, সৌরভের জীবনের নানা জানা-অজানা কাহিনি বলবে এই ছবি। এ ছাড়াও উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া।
দু’বছর আগেই নিজের জীবনচিত্রের কথা জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পর থেকে জল্পনা পর্দায় সৌরভের চরিত্রে দেখা যাবে কোন অভিনেতাকে? নানা জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, রণবীর কপূরকে নাকি দেখা যাবে দাদার চরিত্রে। এ ছাড়াও শোনা যায়, হৃতিক রোশন, রণবীর সিংহের নামও। তবে শেষেমেশ নাকি চূড়ান্ত হয়েছেন আয়ুষ্মান খুরানাই। যদিও অভিনেতা এই প্রসঙ্গে এখনও নীরব। তবে আয়ুষ্মানই যে পর্দার সৌরভ, সে বিষয়ে সিলমোহরও পড়েছে।
আরও পড়ুন :-৩২তম ডুরান্ড কাপ জিতে নিল মোহনবাগান। ১৭ বার এই প্রতিযোগিতায় জিতেছে তারা।
ভারতীয় ক্রিকটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গায় আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভ মতোই বাঁহাতি। সেই কারণেই নাকি নির্মাতাদের বিশেষ পছন্দ আয়ুষ্মানকে।পর্দায় দাদাগিরি দেখাবেন আয়ুষ্মান! সৌরভের জীবনীচিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতাদাদার চরিত্রেই আয়ুষ্মানই কি চূড়ান্ত! জল্পনা বাড়িয়ে কী জানালেন অভিনেতা?
রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন আয়ুষ্মান। তিনি বলেন, ‘‘আমি কিছুই বলতে চাই না।
জানা যাচ্ছে, সৌরভের জীবনের নানা জানা-অজানা কাহিনি বলবে এই ছবি। এ ছাড়াও উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া।