Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
রাম হয়ে উঠতে মাছ-মাংসতে না রণবীরের, সঙ্গে একগুচ্ছ প্রতীজ্ঞা,

রাম হয়ে উঠতে মাছ-মাংসতে না রণবীরের, সঙ্গে একগুচ্ছ প্রতীজ্ঞা, কী কী জানুন

রাম হয়ে উঠতে মাছ-মাংসতে না রণবীরের, সঙ্গে একগুচ্ছ প্রতীজ্ঞা, কী কী জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রাম হয়ে উঠতে মাছ-মাংসতে না রণবীরের, সঙ্গে একগুচ্ছ প্রতীজ্ঞা, কী কী জানুন

প্রভাসের আদিপুরুষের পর এবার বলিউডে আসছে নতুন রামায়ণ। বলিউডের অন্দরে কান পাতলে নতুন রামায়ণের গুঞ্জন শোনা যাচ্ছে। আর এবার এই নয়া রাময়ায়ণে শ্রী রামের ভুমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। পরিচালনায় থ্রী ইডিয়ট খ্যাত পরিচালক নীতিশ তিওয়ারি। যদিও এখনও অবধি এই ছবির বিষয়ে কোনো অফিসিয়াল ভাবে কিছু বলা হয় নি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। তবে আলিয়া কয়েক সপ্তাহ আগেই এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জানিয়েছিলেন, তাঁর তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। তারপর থেকে আরও এক খবর এই ছবি ঘিরে ভাইরাল, যে অভিনেত্রী অর্থাৎ সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণীস্টার সাঁই পল্লবী।

আরও পড়ুনঃ জেলে হাঁটাচলা-উঠাবসার অসুবিধা হচ্ছে, পূর্ণ সময়ের সহায়ক চাইলেন পার্থ

আর এবার এই নয়া রামায়ণ নিয়ে উঠে আসছে নয়া গুঞ্জন। শোনা যাচ্ছে বলিউডের রাম হয়ে উঠতে নাকি ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন রণবীর কাপুর। রাম হয়ে ওঠার জন্য নিজেই নিজেকে একগুচ্ছ চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। সুত্রের খবর, তিনি নাকি মদ, মাসং ছোঁবেন না, রামের মতো নিজেকে শুদ্ধ রাখতে চান ছবি চলাকালিন, তিনি চান ততটাই পবিত্র ভিতর থেকে অনুভব করতে। আর ঠিল সেই কারণেই তিনি স্থির করেছেন মদ ও মাংস থেকে নিজেকে সরিয়ে নেবেন।

 

এখানেই ইতি নয়, কইমই.কম সূত্রে খবর, তিনি নাকি এই শপথ নিয়েছেন, দর্শকদের নজর কাড়তে, এমনটা মোটেও সত্যি নয়। তিনি এই চরিত্রে অভিনয় করার সময় এই চরিত্রকে শ্রদ্ধা জানাতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছে। তারমানে এটাও স্পষ্ট হয়ে যায় যে এই ছবিতে অভিনয় করা কালিন তিনি কোনও রাত পার্টিতেও যাবেন না, থাকবেন না কোনও মদ্যপানের আসরেও।

 

তবে কবে থেকে এই ছবির শুটিং শুরু হবে আর কবেই বা মুক্তি পাবে তা এখনও কিছু জানা যায়নি।  এই ছবিতে একগুচ্ছ স্টার থাকছেন, বলিউড সূত্রে খবর সকলেই নাকি এমনই বেশ কিছু নিয়ম মেনে ছবির কাজ করবেন। পাশাপাশি ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করার জন্য প্রথম প্রস্তাব পৌঁছে গিয়েছিল হৃত্বিক রোশনের কাছে। কিন্তু তিনি তা গ্রহণ না করায়, এবার শোনা যাচ্ছে রাবণের চরিত্রে অভিনয়ে থাকতে পারেন কেজিএফ স্টার যশ।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top