নদীয়া -ছি: ছি: ছি: রে ননী ছি: নামে বিজেপির বিরুদ্ধে পোস্টার তৃণমুলের । ঘটনাটি নদিয়ার বগুলার। নদিয়ার বগুলার ২ নম্বর পঞ্চায়েত এলাকার রাস্তার বিভিন্ন জায়গায় পোস্টার পরেছে তৃণমুলের বিরুদ্ধে । সেই পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে রয়েছে শ্লোগান লেখা ।
তৃণমুলের অভিযোগ গত আড়াই বছর হয়েছে বিজেপি এই পঞ্চায়েত পেয়েছে । এরপর এই আড়াই বছরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় ৫ হাজার জাল নথি, টাকার বিনিময়ে বিক্রি করার । সেই অভিযোগে গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের কয়েকজন কর্মীকে পুলিশে গ্রেফতার করে ।
আজ আবার সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দেওয়ালে বিভিন্ন পোস্টার মারা হয়েছে তৃণমুলের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য গোটা এলাকায় ।
