পুর্ব মেদিনীপুর – অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এই মন্দিরের যজ্ঞের এবং প্রাণ প্রতিষ্ঠার পূজার যা জিনিসপত্র হোম যজ্ঞের যা লাগে জগন্নাথ বলরাম সুভদ্রা কি ভোগ হবে তার দায়িত্বভার পড়লো, রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উপর।দায়িত্বভার গ্রহণ করতে হলো সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ এবং নিতাই চরণ স্যার। উনাদের দায়িত্ব থাকলো হোম যজ্ঞের কাঠ ঘি ফুল কলাপাতা দুধ ফল সবকিছুই নিয়ে যেতে হবে দীঘাতে পঞ্চায়েত সমিতি থেকে ।শুধু কি তাই জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিদিন প্রতি মুহূর্তের পুজোতে পাঁচ রকম মিষ্টি নৈবেদ্যের জন্য যাবে আর তার শুরু হয়ে গেছে মিষ্টি তৈরীর কাজ। প্রত্যহ নতুন নুতন পাঁচ রকম মিষ্টি নিয়ে যেতে হবে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য ।
