মুম্বই : বলিউডে ফের এক ব্রেক আপের খবর।এবার আরও এক উঠতি তারকার বিচ্ছেদের খবর। টাইগার শ্রফ আর দিশা পাটানি। বহুদিন ধরেই দুজনকে একসঙ্গে দেখা যায়। ডিনার কিংবা লাঞ্চ ডেট ছাড়াও দুজনের একসঙ্গে মালদ্বীপ যাওয়ার খবরও শোনা যাচ্ছিল। এবার নাকি বিচ্ছেদ সেই কাপলের।
বিচ্ছেদের কারণ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। কিছুদিন আগেই একটি ছবি ভাইরাল হাই, যেখানে দেখা যায় দিশা ও আদিত্য ঠাকরে লাঞ্চ এ যাচ্ছেন একসাথে। এতদিন পর্যন্ত বহুবার ক্যামেরার সামনে নিজেদের ‘বেস্টফ্রেন্ড’ বলে দাবি করেছেন দিশা ও টাইগার স্রফ।
বলিউডে ফের এক ব্রেক আপের শিরোনামে টাইগার শ্রফ আর দিশা পাটানি
বলিউডে ফের এক ব্রেক আপের শিরোনামে টাইগার শ্রফ আর দিশা পাটানি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram