নিজস্ব সংবাদদাতা,দঃ ২৪ পরগনা ,২ রা আগস্ট :এবার পুলিশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ।দিতে না চাইলে বাড়ি তৈরির কাজ বন্ধ করার হুমকি ।বন্ধ না করলে রণক্ষেত্রের চেহারা নেয় কেএলসি থানার অন্তর্গত ধর্মতলা পাচুরিয়া গ্রাম।গ্রাম বাসীরা প্রতিবাদ করলে এলোপাথারি লাঠিচার্জ করে পুলিশ।আহত বাড়ির মালিক সহ গ্রাম বাসীরা ।আহত প্রায় ১৪ থেকে ১৫ জন।আটক প্রায় ৪ থেকে ৫ জন।
সনৎ নস্কর তিনি একটি বাড়ি তৈরি করেছিলেন ।অভিযোগ তার বাড়ি তৈরি করার জন্য এর আগে ৬০ হাজার টাকা নেয়।এর পর আবার তিনি তার বাড়ি বাড়াচ্ছিলেন সেই জন্য আরো এক লাখ টাকা দাবি করে বলে অভিযোগ।সেই টাকা দিতে অস্বীকার করলে আজ পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।এবং শ্রমিকদের মারধর করে সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকা বাসি চলে এসে বিক্ষোভ দেখতে শুরু করে পুলিশের গাড়ি আটকে দেয়।অভিযোগ এর পর পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করতে শুরু করে।এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।কয়েকজন কে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর এখানে ভেস্টেড ল্যান্ড এ বাড়ি টি তৈরি করেছিল ।বেশ কয়েকবার বারণ করা হয়। আজ কাজ হচ্ছে শুনে বারণ করতে আসে ।কিন্তু সেই সময় ঝামেলা শুরু হয় ।তাদের একজন পুলিশ কর্মী আহত হয় বলে দাবি।
এবার পুলিশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
এবার পুলিশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram