নতুন প্রেমে হাবুডুবু! জলের নিচে রোম্যান্সে মত্ত দিশা পাটানি ও আদিত্য রয় কাপুর

নতুন প্রেমে হাবুডুবু! জলের নিচে রোম্যান্সে মত্ত দিশা পাটানি ও আদিত্য রয় কাপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩১ ডিসেম্বর, এই শীত, তার উপর গভীর জলের নিচে চুমু, শীতের দিনে এর মতো সেরা রোম্যান্স আর কোথায় দেখতে পাওয়া যাবে! গোয়ায় এমনই এক রোম্যান্সে মত্ত দিশা পাটানি আর আদিত্য রয় কাপুর।

চলছে মোহিত সুরির আগামি ছবি ‘মালাং’-এর শ্যুটিং। আর সেখানেই এমনই এক দৃশ্যের দেখা মিলবে আপনাদেরও।তবে এ কোনো সহজ শুট ছিল না, জলের তলায় দু’জনের একইসঙ্গে, একই ছন্দে নিশ্বাস নেওয়া ও ছাড়া। এক টেকে যা সভব হয়নি, শট-টার বেশ কয়েকবার টেক দিতে হয়।

গভীর জলের তলায় চুমু খাচ্ছেন ‘গরমাগরম’ জুটি দিশা আর আদিত্য! জানা গিয়েছে, শ্যুটিং চলছে গোয়ায়। জলে নামার আগে, সুইমস্যুটে পোজ দিলেন নায়ক-নায়িকা। কাকে ছেড়ে কাকে দেখবেন? একদিকে কালো ডাইভিং স্যুটে যেমন সুপার সেক্সি দিশা, বেয়ার বডি-র আদিত্যর থেকেও চোখ ফেরানো দায়! ছবিতে দিশা, আদিত্যর পাশাপাশি রয়েছেন অনিল কাপুর এবং কুণাল খেমুও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top