কোলকাতা:- রক্তদান মহৎ দান এই মহান ব্রত কে সঙ্গী করে এক রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল 30 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস। ২২৩ ন পল্লী দুর্গোৎসব সামনে আয়োজিত হয় এই রক্তদান শিবির এদিনই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, উত্তর কলকাতাতৃণমূল যুব সভাপতি অনিন্দ্য কিশোর রাউত।, কো-অর্ডিনেটর পাপিয়া ঘোষ বিশ্বাস শান্তি রঞ্জন কুন্ডু সহ একাধিক বিশিষ্টজনেরা।

করণা পরিস্থিতিতে রক্তের যোগান মেটাতে তাদের এই রক্তদান শিবির, বলে জানান মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার,এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তর কলকাতা তৃণমূল যুব সভাপতি অনিন্দ্য কৃষকরা জানান,ভ্যাকসিন এর ক্ষেত্রে কেন্দ্র থেকে বঞ্চিত বাংলা এবং নন্দীগ্রাম মামলায় তিন রাজ্যে মামলা স্থানান্তর এর যে আবেদন শুভেন্দু অধিকারী,ইচ্ছা থাকলেই অন্য রাজ্যে নিয়ে যাওয়া যায় না বোকার মত কাজ করছেন রাজ্যে বিরোধী দলনেতা আক্রমণ অনিন্দ্য এর।