সিদ্ধার্থর ময়নাতদন্তের ( Autopsy ) রিপোর্ট কী বলছে?

সিদ্ধার্থর ময়নাতদন্তের ( Autopsy ) রিপোর্ট কী বলছে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Autopsy
সিদ্ধার্থর  ময়নাতদন্তের ( Autopsy )  রিপোর্ট কী বলছে?
ছবি সংগ্রহে সাইন টিবি

 

অভিনেতা সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্য ( Autopsy ) সম্পন্ন হলো  মুম্বইয়ে। জানা গিয়েছে,  শুক্রবার বিকালে হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্স করে শ্মশানে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। শ্রদ্ধা জানাতে সেখানে যান অভিনেতার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা। ছিলেন তার প্রেমিকা বলে পরিচিত  শেহনাজ গিলও।

 

এদিকে, বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে সিদ্ধার্থের ময়নাতদন্ত ( Autopsy ) হয়। রিপোর্টে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ‘বালিকা বধূ’ খ্যাত তারকাকে ধীর গতিতে ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু সিদ্ধার্থ নিজের ব্যায়ামের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। প্রতিদিন ৩ ঘণ্টা করে ব্যায়াম করতেন তিনি।

 

আর ও  পড়ুন    ২৫ সেপ্টেম্বর ( September ) দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিলো কৃষক সংগঠন, সমর্থন বামেদের

 

বুধবার সিদ্ধার্থ রাত ৮টায় একটি সভা থেকে বাড়ি ফেরেন। মুম্বাইয়ের বিল্ডিং কম্পাউন্ডে ( Autopsy ) ১০টা নাগাদ জগিং করতে যান। বাড়িতে এসে খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন তিনি বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ ঘুম থেকে ওঠেন। তখনই মা-কে গিয়ে তাঁর অস্বস্তি এবং বুকে ব্যথার কথা বলেন। জল খান, তারপর ঘুমিয়ে পড়েন।

 

এরপরেই মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে।

 

বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে সিদ্ধার্থের ময়নাতদন্ত ( Autopsy ) হয়। রিপোর্টে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ‘বালিকা বধূ’ খ্যাত তারকাকে ধীর গতিতে ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু সিদ্ধার্থ নিজের ব্যায়ামের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। প্রতিদিন ৩ ঘণ্টা করে ব্যায়াম করতেন তিনি।

 

বুধবার সিদ্ধার্থ রাত ৮টায় একটি সভা থেকে বাড়ি ফেরেন। মুম্বাইয়ের বিল্ডিং কম্পাউন্ডে ( Autopsy ) ১০টা নাগাদ জগিং করতে যান। বাড়িতে এসে খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন তিনি বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ ঘুম থেকে ওঠেন। তখনই মা-কে গিয়ে তাঁর অস্বস্তি এবং বুকে ব্যথার কথা বলেন। জল খান, তারপর ঘুমিয়ে পড়েন।

 

সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্য ( Autopsy ) সম্পন্ন হলো  মুম্বইয়ে। জানা গিয়েছে,  শুক্রবার বিকালে হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্স করে শ্মশানে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। শ্রদ্ধা জানাতে সেখানে যান অভিনেতার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা। ছিলেন তার প্রেমিকা বলে পরিচিত  শেহনাজ গিলও।

মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে।

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top