আজ বিকালেই গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গোয়ায় যাচ্ছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানে তিনদিনের কর্মসূচি রয়েছে তাঁর। বাগডোগরা থেকে জ বিকেলের বিমানে পানাজি পৌঁছবেন মমতা। বিরোধীরা মমতার এই সফরকে রাজনৈতিক পর্যটন বলে খোঁচা দিচ্ছে। কিন্তু যেভাবে গোয়ার বিশিষ্টজনেরা তৃণমূলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন,তাতে ২০১২ সালের মতো গোয়া এবার তৃণমূলকে খালি হাতে ফেরাবে না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
জানা গেছে আগামী তিনদিন গোয়ার বহু এলাকা পায়ে হেঁটে ঘুরবেন মমতা বন্দেদ্খাযোপাধ্যায়। দেখা করবেন গোয়ার বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে। সূত্রের খবর, একটি বিরাট মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে গোয়া তৃণমূলের তরফে। এই চা চক্র থেকে মধ্যাহ্নভোজ অবধি দফায় দফায় বৈঠকে তৃণমূল নেত্রী কাদের সঙ্গে দেখা করেন, তাই নিয়েই তুমুল আগ্রহ রাজনৈতিক মহলে।
আর ও পড়ুন উত্তরাখন্ডের খাদে গাড়ি উল্টে প্রাণ গেল রাজ্যের পাঁচজনের
ইতিমধ্যে কলকাতায় এসে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন গোয়ার ফুটবলার অ্যালভিটো। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা রয়েছে। লাকি আলি, নাফিসা আলি, রেমো ডিসুজারা তাঁর উপস্থিতিতে তৃণমূল শিবিরে চলে আসেন কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। এই সফরের মধ্যেই অভিনেতা বর্ষা উসগাঁওকর তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তৃণমূল নেত্রীর গোয়া সফরের আগেই সেখানে চলে গিয়েছেন প্রশান্ত কিশোর। ফলে এবার তৃণমূল নেত্রীর গোয়া সফর ঘিরে রাজনৈতিক মহলে চড়ছে নানা জল্পনা।
উল্লেখ্য, আজ বিকালেই গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গোয়ায় যাচ্ছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানে তিনদিনের কর্মসূচি রয়েছে তাঁর। বাগডোগরা থেকে জ বিকেলের বিমানে পানাজি পৌঁছবেন মমতা।
বিরোধীরা মমতার এই সফরকে রাজনৈতিক পর্যটন বলে খোঁচা দিচ্ছে। কিন্তু যেভাবে গোয়ার বিশিষ্টজনেরা তৃণমূলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন,তাতে ২০১২ সালের মতো গোয়া এবার তৃণমূলকে খালি হাতে ফেরাবে না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। জানা গেছে আগামী তিনদিন গোয়ার বহু এলাকা পায়ে হেঁটে ঘুরবেন মমতা বন্দেদ্খাযোপাধ্যায়।
দেখা করবেন গোয়ার বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে। সূত্রের খবর, একটি বিরাট মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে গোয়া তৃণমূলের তরফে। এই চা চক্র থেকে মধ্যাহ্নভোজ অবধি দফায় দফায় বৈঠকে তৃণমূল নেত্রী কাদের সঙ্গে দেখা করেন, তাই নিয়েই তুমুল আগ্রহ রাজনৈতিক মহলে।