বীরভূম জেলা থেকে মুর্শিদাবাদ পুলিশের অভিযানে উদ্ধার চুরি হয়ে যাওয়া শিশু। মুর্শিদাবাদ পুলিশের তৎপরতায় পড়শী জেলা বীরভূম থেকে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া শিশু সন্তানকে উদ্ধার হলো । এদিন বিকেলে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের আদিবাসি গ্রাম মুরাইডাঙ্গায়।
এই ঘটনায় কল্পনা টুডু নামের এক মহিলা কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এই পুরো অপারেশন এর নেতৃত্বে থাকা ওসি অমিত ভকত বলেন , “ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমন ঘটনা ঘটেছে ।একই পরিবারের মধ্যে ঘটনা টি ঘটে। শিশুটির মার কাছ থেকে তার জ্যেঠিমা কল্পনা শিশুটিকে নিয়ে চলে যায়”।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দিন কয়েক আগে মুর্শিদাবাদের আদিবাসি গ্রাম মুরাইডাঙ্গার বাসিন্দা জবাফুল হাজদার কোল থেকে তার শিশু কে চুরি করে নিয়ে চলে যায় কল্পনা টুডু। পরবর্তীতে কল্পনা বীরভূমের বাসাডাঙ্গাতে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে।
জবাফুল হাজদার এক অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল ট্র্যাক করে প্রথমে বাসাপাড়া থেকে চার মাসের ওই শিশুকে উদ্ধার করে।পরে কল্পনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।সম্পর্কে জবার ভাশুরের স্ত্রী হন কল্পনা।জবাফুল হাজদা তার স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে থাকছিলেন।এই ব্যাপারে কল্পনার দাবি , “ ঘরের সন্তান কে নিজ ঘরে ফিরিয়ে এনেছি ,চুরি করতে যাব কেন ।জবা তো এখন অন্য ঘরে থাকছে ।”
এদিকে নিজের সন্তানকে ফিরে পেয়ে মুর্শিদাবাদ পুলিশ কে কৃতজ্ঞতা জানিয়ে জবা বলেন , “আধ ঘণ্টা ঘুরিয়ে আনার নাম করে আমার কাছ থেকে ছেলে নিয়ে গিয়ে উধাও হয় কল্পনা। অবশেষে আমার চুরি হয়ে যাওয়ার ছেলে উদ্ধার হল”।
আর ও পড়ুন বাঘের হামলায় সুন্দরবনের জঙ্গলে ফের মৎস্যজীবীর মৃত্যু
উল্লেখ্য, বীরভূম জেলা থেকে মুর্শিদাবাদ পুলিশের অভিযানে উদ্ধার চুরি হয়ে যাওয়া শিশু। মুর্শিদাবাদ পুলিশের তৎপরতায় পড়শী জেলা বীরভূম থেকে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া শিশু সন্তানকে উদ্ধার হলো । এদিন বিকেলে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের আদিবাসি গ্রাম মুরাইডাঙ্গায়। এই ঘটনায় কল্পনা টুডু নামের এক মহিলা কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এই পুরো অপারেশন এর নেতৃত্বে থাকা ওসি অমিত ভকত বলেন , “ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমন ঘটনা ঘটেছে ।একই পরিবারের মধ্যে ঘটনা টি ঘটে। শিশুটির মার কাছ থেকে তার জ্যেঠিমা কল্পনা শিশুটিকে নিয়ে চলে যায়”। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দিন কয়েক আগে মুর্শিদাবাদের আদিবাসি গ্রাম মুরাইডাঙ্গার বাসিন্দা জবাফুল হাজদার কোল থেকে তার শিশু কে চুরি করে নিয়ে চলে যায় কল্পনা টুডু। পরবর্তীতে কল্পনা বীরভূমের বাসাডাঙ্গাতে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে।