স্ত্রীর কাছে স্বামীর কোন কোন স্বভাব বিরক্তিকর? জানুন

স্ত্রীর কাছে স্বামীর কোন কোন স্বভাব বিরক্তিকর? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিরক্তিকর

স্ত্রীর কাছে স্বামীর কোন কোন স্বভাব বিরক্তিকর? জানুন । এমন কিছু স্বভাব স্বামীরও থাকতে পারে যা আপনার স্ত্রীর জন্য খুবই বিরক্তির। আর আপনি যদি সেসব অভ্যাস ত্যাগ করতে না পারেন তবে খুব শিগগিরই সম্পর্কের অবনতি ঘটতে পারে।

প্রাক্তনকে বর্তমানে নিয়ে আসা-আপনি যদি আপনার প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রাখেন বা তার কথা বার বার বলেন তবে তা আপনার স্ত্রী কোনোভাবেই মেনে নেবেন না একটা সময়। সেই নারীর সঙ্গে আপনার একটি অতীত ছিল। সেই অতীতকে অতীতেই ফেলে রাখুন। তাকে ভুলেও বর্তমানে টেনে আনবেন না।

 

কাপড় এলোমেলো করে রাখা- যদি আপনার কাপড় গুছিয়ে রাখার জন্য অন্য কেউ না থাকে তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার স্ত্রী আপনার কাপড় গুছিয়ে রাখতে বাধ্য নয় এবং বাড়ির একটি নির্দিষ্ট সাজসজ্জা রয়েছে যা অবশ্যই মেনে চলা উচিত। তিনি আপনার এলোমেলো করা কাপড় গুছিয়ে রাখতে গিয়ে বিরক্ত হতে পারেন। ব্যস্ততার কারণে একবার-দু’বার এমনটা করলে ঠিক আছে। যদি প্রতিদিন এমন করতে থাকেন, তবে আপনার অভ্যাস সংশোধন করতে হবে।

 

আর ওপড়ুন    পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল উল্কাপিন্ড, ধ্বংস হবে কি পৃথিবী?

 

হুম অথবা মাথা নেড়ে উত্তর দেওয়া- তিনি আপনার সাথে কথা বলছেন এবং আপনার প্রতিক্রিয়া নিছক সম্মতি, হুম বা কিছুই নয়। এই আচরণ অগ্রহণযোগ্য। আপনি পরোক্ষভাবে তাকে দেখাচ্ছেন যে তিনি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। এই অভ্যাস কখনো কখনো ইচ্ছাকৃতও হয় না। হতে পারে আপনি মন দিয়ে শুনছেন না। আপনি যদি একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে কথা বলতে না চান তবে কেবল সেটি বলুন, তার কথা মন দিয়ে শুনুন এবং উত্তর দিন। এড়িয়ে যাবার চেষ্টা করবেন না।

 

শিশুসুলভ আচরণ- একটু সান্ত্বনা আমাদের সবারই প্রয়োজন কিন্তু ছোটোখাটো সর্দি হলেও আপনি যদি সব সময় শিশুদের মতো আচরণ করেন তবে সেটি গ্রহণযোগ্য নয়। আপনি যদি তার মনোযোগ চান তবে সেটা স্বাভাবিক। তার কাছে যান এবং তার পাশে বসুন, তার সাথে থাকুন। যদি সে আপনার জন্য কিছু করতে চায়, তবে সে নিজে থেকেই করবে।

 

উল্লেখ্য,স্ত্রীর কাছে স্বামীর কোন কোন স্বভাব বিরক্তিকর? জানুন । এমন কিছু স্বভাব স্বামীরও থাকতে পারে যা আপনার স্ত্রীর জন্য খুবই বিরক্তির।

 

আর আপনি যদি সেসব অভ্যাস ত্যাগ করতে না পারেন তবে খুব শিগগিরই সম্পর্কের অবনতি ঘটতে পারে।  প্রাক্তনকে বর্তমানে নিয়ে আসা-আপনি যদি আপনার প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রাখেন বা তার কথা বার বার বলেন তবে তা আপনার স্ত্রী কোনোভাবেই মেনে নেবেন না একটা সময়। সেই নারীর সঙ্গে আপনার একটি অতীত ছিল। সেই অতীতকে অতীতেই ফেলে রাখুন। তাকে ভুলেও বর্তমানে টেনে আনবেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top