শহরের দূষণ রুখতে পথে নামলো জলপাইগুড়ি ধুপগুড়ি ট্রাফিক গার্ড

শহরের দূষণ রুখতে পথে নামলো জলপাইগুড়ি ধুপগুড়ি ট্রাফিক গার্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দূষণ

শহরের দূষণ রুখতে পথে নামলো জলপাইগুড়ি ধুপগুড়ি ট্রাফিক গার্ড। রাস্তায় দাঁড়িয়ে যে হেলমেট বা বাইকের কাগজ পত্র নিয়ে বাইক আটকান যানজট নিয়ন্ত্রন করেন। আজকে তাকেই দেখা গেলো কোদাল, বেলচা হাতে পথ নামতে।  রাস্তায় দাঁড়িয়ে যে হেলমেট বা বাইকের কাগজ পত্র নিয়ে বাইক আটকাচ্ছেন, যানজট নিয়ন্ত্রন করছেন। তাদেরকেই আবার দেখা গেলো কোদাল, বেলচা হাতে আর্বজনার স্তুপ থেকে আর্বজনা তুলে ট্রলিতে তুলতে।

 

শহরের দূষন রুখতে এবার পথে নামল ট্রাফিক গার্ড।যানজট নিয়ন্ত্রন করতে করতে এবার শহরের রাস্তার দূষন নিয়ন্ত্রনে ব্রতী খোদ ওসি ট্রাফিক। ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ও সি অভিজিৎ সিনহার নেতৃত্বে ট্রাফিকের অন্যান্য অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে শহরের নোংরা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতার কর্মসূচী পালন করেন।মুখ্যমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন প্রজেক্টকে মাথায় রেখে এই কর্মসূচি পালন করা হয় বলে দাবি।

 

শহরের থানা রোড এলাকা,ফালাকাটা রোড এলাকায় রাস্তার পাশের জমে থাকা নোংরা আর্বজনা পরিস্কার করে।মূলত শহরের রাস্তার মাঝে পুরসভা কর্তৃক প্রদেয় ডাস্টবিনের আশের পাশের আর্বজনার ঢিবিও তুলে নেওয়া ট্রাফিকের পক্ষ থেকে।

 

আর ও পড়ুন    হিংসার রাজনীতি অন্য রাজ্যে নিয়ে যেতে চাইছে তৃণমূল, বললেন দিলীপ ঘোষ

 

পুরসভার এলাকায় এই ধরনের নোংরা আর্বজনা নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল।জেলায় করোনা সংক্রমনের পর ডেঙ্গির আক্রান্ত দেখা দিয়েছে।এই অবস্থায় ধূপগুড়ি পুরসভা এলাকায় নোংরা আর্বজনা নিয়ে উদাসীনতা আশঙ্কিত করে তুলছে বাসিন্দাদের।

 

এর মাঝে ট্রাফিকের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে দাবি শহরবাসীর। শহর ছেয়েছে নোংরা আর্বজনায়।এই খবর সংবাদ মাধ্যমে পরিবেশন হতেই একদিনের মধ্যেই ধূপগুড়ি পুরসভা এলাকায় আর্বজনা পরিস্কারে নামেন।কিন্তু তাতেও শহরের হাল ফেরেনি।এদিনের কর্মসূচী আর্বজনার জমায়েত দেখে তা স্পষ্ট।

 

উল্লেখ্য, শহরের দূষণ রুখতে পথে নামলো জলপাইগুড়ি ধুপগুড়ি ট্রাফিক গার্ড। রাস্তায় দাঁড়িয়ে যে হেলমেট বা বাইকের কাগজ পত্র নিয়ে বাইক আটকান যানজট নিয়ন্ত্রন করেন। আজকে তাকেই দেখা গেলো কোদাল, বেলচা হাতে পথ নামতে।

 

রাস্তায় দাঁড়িয়ে যে হেলমেট বা বাইকের কাগজ পত্র নিয়ে বাইক আটকাচ্ছেন, যানজট নিয়ন্ত্রন করছেন। তাদেরকেই আবার দেখা গেলো কোদাল, বেলচা হাতে আর্বজনার স্তুপ থেকে আর্বজনা তুলে ট্রলিতে তুলতে। শহরের দূষন রুখতে এবার পথে নামল ট্রাফিক গার্ড।যানজট নিয়ন্ত্রন করতে করতে এবার শহরের রাস্তার দূষন নিয়ন্ত্রনে ব্রতী খোদ ওসি ট্রাফিক। ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ও সি অভিজিৎ সিনহার নেতৃত্বে ট্রাফিকের অন্যান্য অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে শহরের নোংরা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতার কর্মসূচী পালন করেন।মুখ্যমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন প্রজেক্টকে মাথায় রেখে এই কর্মসূচি পালন করা হয় বলে দাবি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top