শীত কি এখনও অধরা থাকবে বাংলায় ?

শীত কি এখনও অধরা থাকবে বাংলায় ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অধরা

শীত কি এখনও অধরা থাকবে বাংলায়?  সাইক্লোন জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে  আজ দুপুরেই ওডিশার পুরীতে আছড়ে পড়বে । তার প্রভাবে শনিবার থেকেই বাংলায় শুরু হয়েছে  ঝিরঝিরে বৃষ্টি। মেঘলা আবহাওয়া। শীত শীত ভাব রয়েছে। কিন্তু  প্রশ্ন উঠছে, তাহলে শীতকাল কবে আসবে?‌ এই নিম্নচাপের মেঘ সরে আকাশ পরিষ্কার হলেই ঠান্ডা পড়বে। সত্যিই কি তাই?‌

 

আবহাওয়াবিদরা মনে করছেন, মেঘলা আকাশ থাকার কারণে দিনের তাপমাত্রা হয়তো কিছু কমছে। কিন্তু এই মেঘের কারণেই রাতে মাটি থেকে বিকিরিত তাপ বায়ুমণ্ডলে ফিরে যেতে পারছে না। ফলে রাতে আর তাপমাত্রা সেভাবে নামছে না। পাশাপাশি এই মেঘের কারণেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। মনে রাখতে হবে, দেশে শীতকাল বয়ে আনে এই উত্তুরে হাওয়াই।

 

এই নিম্নচাপ কাটলেই কি আসবে শীতকাল?‌ সে রকম কিন্তু মনে করছেন না আবহাওয়াবিদরা। তাঁরা বলছে, মেঘ সরলে ঢুকবে উত্তুরে হাওয়া। তাপমাত্রা কিছুটা কমবে। কিন্তু সঙ্গে সঙ্গে শীত পড়বে না। তার জন্য আরও কিছুটা সময় লাগবে।  নিম্নচাপের কারণে আবহাওয়ার স্বাভাবিক গতিবিধি নষ্ট হয়। এই নিম্নচাপ সরলে পুরনো গতিবিধি ফিরে পেতে একটু সময় লাগে।

 

আর ও পড়ুন     জাওয়াদ’‌ ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও উত্তাল দীঘার সমুদ্র

 

তাছাড়া উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে জাঁকিয়ে শীত পড়লে এবং তুষারপাত হলে তবেই উত্তুরে ঠান্ডা হাওয়া পূর্ব ভারতে আসে। তার জেরে কমে বাংলায়  তাপমাত্রা। উত্তর ভারতে দু’‌ দিন পর দিনের তাপমাত্রা দু’‌ থেকে চার ডিগ্রি নামতে পারে। আর বাংলায় দিনের তাপমাত্রা কমতে পারে সপ্তাহের শেষে। তাও দু’‌ থেকে তিন ডিগ্রি কমবে। ফলে বলা যেতেই পারে, এই সপ্তাহে শীত অধরাই থাকছে বাংলায়।

 

উল্লেখ্য,শীত কি এখনও অধরা থাকবে বাংলায়?  সাইক্লোন জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে  আজ দুপুরেই ওডিশার পুরীতে আছড়ে পড়বে । তার প্রভাবে শনিবার থেকেই বাংলায় শুরু হয়েছে  ঝিরঝিরে বৃষ্টি। মেঘলা আবহাওয়া। শীত শীত ভাব রয়েছে। কিন্তু  প্রশ্ন উঠছে, তাহলে শীতকাল কবে আসবে?‌ এই নিম্নচাপের মেঘ সরে আকাশ পরিষ্কার হলেই ঠান্ডা পড়বে। সত্যিই কি তাই?‌আবহাওয়াবিদরা মনে করছেন, মেঘলা আকাশ থাকার কারণে দিনের তাপমাত্রা হয়তো কিছু কমছে।

 

কিন্তু এই মেঘের কারণেই রাতে মাটি থেকে বিকিরিত তাপ বায়ুমণ্ডলে ফিরে যেতে পারছে না। ফলে রাতে আর তাপমাত্রা সেভাবে নামছে না। পাশাপাশি এই মেঘের কারণেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। মনে রাখতে হবে, দেশে শীতকাল বয়ে আনে এই উত্তুরে হাওয়াই। এই নিম্নচাপ কাটলেই কি আসবে শীতকাল?‌ সে রকম কিন্তু মনে করছেন না আবহাওয়াবিদরা। তাঁরা বলছে, মেঘ সরলে ঢুকবে উত্তুরে হাওয়া। তাপমাত্রা কিছুটা কমবে। কিন্তু সঙ্গে সঙ্গে শীত পড়বে না। তার জন্য আরও কিছুটা সময় লাগবে।  নিম্নচাপের কারণে আবহাওয়ার স্বাভাবিক গতিবিধি নষ্ট হয়। এই নিম্নচাপ সরলে পুরনো গতিবিধি ফিরে পেতে একটু সময় লাগে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top