পুরসভার নির্বাচনে একমাত্র প্রার্থী মমতা, একমাত্র চিহ্ন জোড়া ফুল

পুরসভার নির্বাচনে একমাত্র প্রার্থী মমতা, একমাত্র চিহ্ন জোড়া ফুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রার্থী

পুরসভার নির্বাচনে একমাত্র প্রার্থী মমতা, একমাত্র চিহ্ন জোড়া ফুল । এবার পৌরসভা নির্বাচনে সামনের সারিতে মহিলারাই প্রাধান্য পাবে একথা প্রমাণ হয়ে গেলো উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে।   বসিরহাটে মহাকুমার টাকি পৌরসভা নির্বাচনের দামামা বেজে গেল। টাকি সংস্কৃত মঞ্চে পৌরসভার ভোটে দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর শাহানুর মন্ডলে উদ্যোগে এক কর্মী সভা হল, এই পৌরসভা ১৬, টি ওয়ার্ডের মধ্য প্রতিটি ওয়ার্ডে ৫০,জন মহিলা সক্রিয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে কর্মীসভা হলো টাকিতে এবার পৌরসভা নির্বাচনে টাকির কো অডিনেটর সদস্যরা পুর প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায়, আজিজুল গাজী, প্রদ্যুৎ দাস, চিন্ময় মন্ডলরা  মঞ্চে হাজির ছিলেন।

 

সেখানে কর্মীদের সামনে শপথ নেওয়া হয়। পৌরসভা নির্বাচনে প্রতিটি ওয়ার্ডের প্রার্থী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, চিহ্ন জোড়া ফুল, আমরা সবাই সৈনিক। যে টিকিট পাবে সেই প্রার্থী হল মমতা। প্রার্থী না দেখে দলের প্রতীক দেখে নির্বাচনে লড়াই করতে হবে। বিরোধীশূন্য করার ডাক দিল টাকির এর সংস্কৃত মঞ্চ থেকে। এদিন বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী  বন্দ্যোপাধ্যায় বলেন আমার চোখের দুটো মনি একটা হচ্ছে বসিরহাট অন্যটা হচ্ছেটা টাকি তাই আমরা চাই এখানে সর্বোচ্চ উন্নয়ন করার।

 

ইতিমধ্যে একটি পৃথক পরিষদ করার চিন্তা-ভাবনা চলছে। আগামী দিনে ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্রে এ পর্যটন কেন্দ্রে উন্নয়নে এক অন্য মাত্রায় চলে যাবে। তাই দল-মত-নির্বিশেষে আমরা এখানে এই পৌরসভা নির্বাচনে উন্নয়নে নিরিখে মানুষের কাছে যাব।

 

আর ও পড়ুন    বারুইপুরে পুরসভার প্রার্থী নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

 

পৌরসভা নির্বাচনের কডিনেটর শাহানুর মন্ডল বলেন, এবার আমাদের নির্বাচনে সামনের সারিতে থাকবে মহিলারাই তারাই নেতৃত্ব দেবে তারাই আবার নির্বাচনে প্রাধান্য, প্রতিটা বুথে ৫০,জন করে মহিলা যুবক যুবতীদের সাংগঠনিক কাজে দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে সামনে রেখে আমাদের এবার পৌরসভা নির্বাচনে লড়াইয়ের যাক।

 

পুরসভার নির্বাচনে একমাত্র প্রার্থী মমতা, একমাত্র চিহ্ন জোড়া ফুল । এবার পৌরসভা নির্বাচনে সামনের সারিতে মহিলারাই প্রাধান্য পাবে একথা প্রমাণ হয়ে গেলো উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে।   বসিরহাটে মহাকুমার টাকি পৌরসভা নির্বাচনের দামামা বেজে গেল। টাকি সংস্কৃত মঞ্চে পৌরসভার ভোটে দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর শাহানুর মন্ডলে উদ্যোগে এক কর্মী সভা হল, এই পৌরসভা ১৬, টি ওয়ার্ডের মধ্য প্রতিটি ওয়ার্ডে ৫০,জন মহিলা সক্রিয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে কর্মীসভা হলো টাকিতে এবার পৌরসভা নির্বাচনে টাকির কো অডিনেটর সদস্যরা পুর প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায়, আজিজুল গাজী, প্রদ্যুৎ দাস, চিন্ময় মন্ডলরা  মঞ্চে হাজির ছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top