কাঁটাপুকুর বুট ক্যানন পরিদর্শন করতে গেলেন ফিরহাদ হাকিম। কোন বিক্ষোভ নেই, যারা পাবে না তারা একটু কাদবে, যারা পাবে তারা হাসবে। যারা পাবে না তারা পরেরবার পাবে। দলে থাকলে দল দেখবে। এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান। কাউকে নিরাশ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সম্মান দেন তিনি। সুতরাং তাদের ক্ষেত্রে বলবো দলের ডিসিপ্লিন ভাঙবেন না। দলের নামটা তৃণমূল আমরা লড়াই করে বিজেপিকে এখানে আটকেছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তাদের হাতে কখনোই কোনো অ্যাডভান্টেজ পাত্তা দেবেন না আমরা বিক্ষোভ করছি আমরা আমাদের স্বার্থে কিন্তু বাংলা জলে যাবে যদি কোনো সাম্প্রদায়িক শক্তি আসে তাই এটা আমাদের করা উচিত হবে না তাই দুঃখ থাকবেই দুঃখ নিয়েই দলীয় অনুগত সঙ্গী হিসেবে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
তৃণমূলে কোন তোলাবাজি হয়না সাফ জানিয়ে দিলেন ফিরহাদ। উল্লেখ্য মদন মিত্র অভিযোগ করেছেন কমারহাটি তে তোলাবাজি চলছে। এ প্রসঙ্গে ফিরহাদ এর ব্যাখ্যা এখানে কোন তোলাবাজি হয়না মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেশন চলে যদি এরকম তোলাবাজি করেন কেউ তাকে সোজা জেলের ভেতরে চলে যেতে হবে।
আর ও পড়ুন চা বাগান শ্রমিক পরিবারের হাতে নতুন বস্ত্র ও কম্বল প্রদান
অন্যদিকে বিধান নগরে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ বিক্ষোভে শামিল হয়েছে রাজ্য বিজেপির একাংশ। সে বিষয়টিকে কটাক্ষ করে ফেরার জানিয়েছেন বিজেপি আগের থেকেই হেরে বসে আছে। আগে লড়াই করতে হবে জনগণের রায় যা হবে তাই মাথা পেতে নিতে হবে।
উল্লেখ্য, কাঁটাপুকুর বুট ক্যানন পরিদর্শন করতে গেল ফিরহাদ হাকিম। কোন বিক্ষোভ নেই, যারা পাবে না তারা একটু কাদবে, যারা পাবে তারা হাসবে। যারা পাবে না তারা পরেরবার পাবে। দলে থাকলে দল দেখবে। এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান। কাউকে নিরাশ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সম্মান দেন তিনি। সুতরাং তাদের ক্ষেত্রে বলবো দলের ডিসিপ্লিন ভাঙবেন না। দলের নামটা তৃণমূল আমরা লড়াই করে বিজেপিকে এখানে আটকেছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তাদের হাতে কখনোই কোনো অ্যাডভান্টেজ পাত্তা দেবেন না আমরা বিক্ষোভ করছি আমরা আমাদের স্বার্থে কিন্তু বাংলা জলে যাবে যদি কোনো সাম্প্রদায়িক শক্তি আসে তাই এটা আমাদের করা উচিত হবে না তাই দুঃখ থাকবেই দুঃখ নিয়েই দলীয় অনুগত সঙ্গী হিসেবে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তৃণমূলে কোন তোলাবাজি হয়না সাফ জানিয়ে দিলেন ফিরহাদ। উল্লেখ্য মদন মিত্র অভিযোগ করেছেন কমারহাটি তে তোলাবাজি চলছে। এ প্রসঙ্গে ফিরহাদ এর ব্যাখ্যা এখানে কোন তোলাবাজি হয়না মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেশন চলে যদি এরকম তোলাবাজি করেন কেউ তাকে সোজা জেলের ভেতরে চলে যেতে হবে।