দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটলো হাওড়ায় । বন্দুক দেখিয়ে লোহার ব্যবসায়ী থেকে লুঠ নগদ এক কোটি টাকা। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া ব্যাঁটরা থানা অন্তর্গত বেলিলিয়াস রোডে শিল্পাঅঞ্চলে ।
জানা গিয়েছে, দিলীপ বর্মা নামে এক স্থানীয় ব্যবসায়ী ব্যবসায়িক সংক্রান্ত লেনদেনের কারণে প্রায় এক কোটি টাকা এদিন রাখা ছিল দোকানে । বেলা বারোটার পরে তিন যুবক সশস্ত্র অবস্থায় প্রবেশ করে তার দোকানে । হাতে বন্দুক ও বোম দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় তাকে । তারপরে হাত – পা বেঁধে লুঠ করে নিয়ে যায় নগদ টাকা । তবে যারা এসেছিলেন তারা কেউ পূর্ব পরিচিত নই বলেই দাবি ওই ব্যবসায়ীর । গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা ।
তবে ডাকাতির পরে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় তাদের সঙ্গে আসা চারচাকা গাড়িরটি ও তার চালক । ইতিমধ্যেই ব্যাঁটরা থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন কে । একইসঙ্গে সিসিটিভি ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করে তল্লাশি চালানো হচ্ছে । তবে গোটা ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা ।
আর ও পড়ুন ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা
উল্লেখ্য, দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটলো হাওড়ায় । বন্দুক দেখিয়ে লোহার ব্যবসায়ী থেকে লুঠ নগদ এক কোটি টাকা। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া ব্যাঁটরা থানা অন্তর্গত বেলিলিয়াস রোডে শিল্পাঅঞ্চলে ।
জানা গিয়েছে, দিলীপ বর্মা নামে এক স্থানীয় ব্যবসায়ী ব্যবসায়িক সংক্রান্ত লেনদেনের কারণে প্রায় এক কোটি টাকা এদিন রাখা ছিল দোকানে । বেলা বারোটার পরে তিন যুবক সশস্ত্র অবস্থায় প্রবেশ করে তার দোকানে । হাতে বন্দুক ও বোম দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় তাকে । তারপরে হাত – পা বেঁধে লুঠ করে নিয়ে যায় নগদ টাকা । তবে যারা এসেছিলেন তারা কেউ পূর্ব পরিচিত নই বলেই দাবি ওই ব্যবসায়ীর । গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা । তবে ডাকাতির পরে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় তাদের সঙ্গে আসা চারচাকা গাড়িরটি ও তার চালক । ইতিমধ্যেই ব্যাঁটরা থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন কে । একইসঙ্গে সিসিটিভি ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করে তল্লাশি চালানো হচ্ছে । তবে গোটা ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা ।