নদীয়ার হাঁসখালির ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই দাবি করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার নিজের বিধানসভা এলাকায় একটি রক্তদান শিবিরে এসে এমনই দাবি করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানায় নদিয়ায় যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এর সঙ্গে জড়িত দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। অন্যায় যারা করবে তারা শাস্তি পাবে সে যদি তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা জড়িত থাকে তারাও শাস্তি পাবে। আইনের কেউ বাধা দেবে না পুলিশ পুলিশের মত কাজ করবে।
পশ্চিমবঙ্গের সাকসেস শূন্যে পৌঁছে গেছে, নোবেল তাপসী মালিক থেকে শুরু করে একাধিক অভিযোগে সিবিআই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের শূন।
আরও পড়ুন – ‘যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল?’ তৃনমূলকে খোঁচা তথাগতের
সিআইডিকে ভারতবর্ষের নিয়ে গেলে আরো ভালো করে বোঝা যাবে সিআইডি সিট কতটা কাজ করছে পশ্চিমবঙ্গে।
পাশাপাশি তিনি এও বলেন, তিনি বলেন রাজ্যে সরকার সিট গঠন করে রামপুরহাট কাণ্ডেও 4 জনকে গ্রেফতার করেছে, সিবিআই আগে যা তদন্ত ভার নিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কোন কেস পুরোপুরি এখনো সমাধান করতে পারেনি। নারদা সারদার যারা বিজেপিতে চলে গেছে তাদের সিবিআই ডাকে না কোন কেস খায় না তৃণমূলে যারা রয়েছেন তাদেরকেই সিবিআই ডাকে।
উপ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেখতে থাকুন দুটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি গো হারা হারবে। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার লাড্ডুর মতন ঘুরছে, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে সমস্ত কিছু ভোগ করার পর এখন বিজেপিতে যোগদান করেছেন। সুকান্ত মজুমদার তো লাট্টু খোকা যা ইচ্ছা তাই বলে দেন কিছুই জানেন না নিজের মন মত বলে দেন।
উল্লেখ্য, নদীয়ার হাঁসখালির ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই দাবি করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার নিজের বিধানসভা এলাকায় একটি রক্তদান শিবিরে এসে এমনই দাবি করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানায় নদিয়ায় যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এর সঙ্গে জড়িত দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। অন্যায় যারা করবে তারা শাস্তি পাবে সে যদি তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা জড়িত থাকে তারাও শাস্তি পাবে। আইনের কেউ বাধা দেবে না পুলিশ পুলিশের মত কাজ করবে।