নিকো পার্কের ওয়াটার পার্ক চুরি করতে গিয়ে ধৃত দুই মহিলা সহ চার। অভিযুক্তদের গ্রেফতার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রত্যেকেই কসবার বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, ওড়িশায় বাসিন্দা এক নববিবাহিত দম্পতি নিকো পার্কের ওয়াটার পার্কে আসেন। সেই সময় তাদের যাবতীয় জিনিস সেই পার্কের লকারে রেখে চাবী নিয়ে বেরিয়ে পড়েন।
তবে চাবিটি রাস্তায় কোথাও পরে যায়। পরে তারা চাবি খোঁজার সময় দেখতে পান এক যুবক তাদের লকার খুলে জিনিস পত্র হাতিয়ে নিচ্ছেন। এরপরই পার্ক কতৃপক্ষের সহযোগিতায় ভিকি সাহু নামের সেই যুবক এবং যুবকের সঙ্গে থাকা দুই যুবতী সহ ৪ জনকে আটক করে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেয় পার্ক কতৃপক্ষ।
পুলিশ এসে চার অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের নাম, সোনালী ঘোষ, দেবলীনা দাস, ভিকি সাহু ও অর্ণব পাল। প্রত্যেকেই কসবা এলাকার বাসিন্দা। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে।
আর ও পড়ুন ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার
উল্লেখ্য, নিকো পার্কের ওয়াটার পার্ক চুরি করতে গিয়ে ধৃত দুই মহিলা সহ চার। অভিযুক্তদের গ্রেফতার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রত্যেকেই কসবার বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, ওড়িশায় বাসিন্দা এক নববিবাহিত দম্পতি নিকো পার্কের ওয়াটার পার্কে আসেন। সেই সময় তাদের যাবতীয় জিনিস সেই পার্কের লকারে রেখে চাবী নিয়ে বেরিয়ে পড়েন।
তবে চাবিটি রাস্তায় কোথাও পরে যায়। পরে তারা চাবি খোঁজার সময় দেখতে পান এক যুবক তাদের লকার খুলে জিনিস পত্র হাতিয়ে নিচ্ছেন। এরপরই পার্ক কতৃপক্ষের সহযোগিতায় ভিকি সাহু নামের সেই যুবক এবং যুবকের সঙ্গে থাকা দুই যুবতী সহ ৪ জনকে আটক করে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেয় পার্ক কতৃপক্ষ।
পুলিশ এসে চার অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের নাম, সোনালী ঘোষ, দেবলীনা দাস, ভিকি সাহু ও অর্ণব পাল। প্রত্যেকেই কসবা এলাকার বাসিন্দা। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে।