চাকরী দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ধৃত দুই। চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে দুই জনকে গ্রেফতার করলো পুলিশ। স্বাস্থ্য ও বনবিভাগে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষাধিক টাকা প্রতারণার ওই দুই জন কে গ্রেফতার করে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সদানন্দ কুমার ও শ্যামল মন্ডল। সদানন্দর বাড়ি বাঘমুন্ডির পাথরডিতে এবং শ্যামলের বাড়ি চিকননাগান এলাকায়। বুধবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজত নির্দেশ দেন বিচারক।
বাঘমুন্ডির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা প্রতারিত রাজেন্দ্রনাথ কুমার বাঘমুন্ডি থানায লিখিত অভিযোগ দায়ের করেন। তার আগেও আরও তিনজন প্রতারনার অভিযোগ দায়ের করেন। ধৃত দুুই ব্যাক্তি বিভিন্ন ভাবে চাকরিত টোপ দিয়ে টাকা নিতো বলে অভিযোগ। এইভাবে রাজেন্দ্রনাথ কুমারের কাছ থেকে ওই প্রতারকরা মোট এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। বিভিন্ন জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা তারা প্রতারণা করেন বলে অভিযোগ হয়েছে বাঘমুন্ডি থানায়। তাদেরকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে ৪২০, ৪৬৮ ও ১২০ বি আইপিসি ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন – শরদ পাওয়ারের টেররিস্টের সাথে যোগাযোগ ছিল, এইরকম একজন রাষ্ট্রপতি হলে দেশে টেররিজম বাড়বে, দিলীপ
উল্লেখ্য, চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে দুই জনকে গ্রেফতার করলো পুলিশ। স্বাস্থ্য ও বনবিভাগে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষাধিক টাকা প্রতারণার ওই দুই জন কে গ্রেফতার করে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সদানন্দ কুমার ও শ্যামল মন্ডল। সদানন্দর বাড়ি বাঘমুন্ডির পাথরডিতে এবং শ্যামলের বাড়ি চিকননাগান এলাকায়।
বুধবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজত নির্দেশ দেন বিচারক। বাঘমুন্ডির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা প্রতারিত রাজেন্দ্রনাথ কুমার বাঘমুন্ডি থানায লিখিত অভিযোগ দায়ের করেন। তার আগেও আরও তিনজন প্রতারনার অভিযোগ দায়ের করেন। ধৃত দুুই ব্যাক্তি বিভিন্ন ভাবে চাকরিত টোপ দিয়ে টাকা নিতো বলে অভিযোগ। এইভাবে রাজেন্দ্রনাথ কুমারের কাছ থেকে ওই প্রতারকরা মোট এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ধৃত দুই