হেরে গেছি মনে করবেন না। এখানকার রাজ্য নেতৃত্ব যেভাবে ব্যবহার করবেন সেইভাবে আমি কাজ করবো। কারুর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে,সে যেইহোক ছাড় পাবে না। যদি অভিযোগ না থাকে আরাম করে বসে থাকতে পারে। অনেক সময় বলা হয় বিজেপি দাঙ্গা করে একটা ঘটনা দেখান তো। ১৮টি রাজ্যে বিজেপি যদি মানুষ ভালো না বাসে কী ভাবে হয়। আসলে ষড়যন্ত্র এটা।
এখান রাজনীতিক মানে প্রশ্ন চিহ্ন,এর জন্য আমরাই দায়ি। ৩৮ জন তৃনমুলের বিধায়ক এইমুহুর্তে আমার সঙ্গে ভালো সম্পর্কে রয়েছে। ২০২৪ এ আবার আবার আবার আবার। আমি বুদ্ধিজীবীদের কিছু বলবো? তারা বুদ্ধিজীবী, আমি অল্পজীবী। সিবিআই,ইডি বিজেপির নয়। দূর্নীতি এই রাজ্য প্রথম দূর্নীতি? এটা সামনে এসেছে। কিন্তু যেগুলো আসেনি সেইগুলো দূর্নীতি। মুখ্যমন্ত্রী কী প্রথমবার বলছে?
সকাল থেকে প্রধানমন্ত্রীকে গালাগাল করে। উনি আমাকে কীভাবে দেখেন জানি না,আমি ওনাকো এখনও দিদি হিসেবে শ্রদ্ধা করি। প্রথমে যারা বিধায়ক হয়ে চলে গিয়েছিল তখন কষ্ট হয়েছিল। কিন্তু এখন মনে হয় যে যার যদি কারুর যাওয়ার থাকে প্লিজ তাড়াতাড়ি যান। আমরা আমাদের মতো তাহলে সাজাতে পারবো।
আরও পড়ুন – ডায়মন্ড হারবার এর মোটর ভেহিকেলস এর RTI বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
উল্লেখ্য, হেরে গেছি মনে করবেন না। এখানকার রাজ্য নেতৃত্ব যেভাবে ব্যবহার করবেন সেইভাবে আমি কাজ করবো। কারুর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে,সে যেইহোক ছাড় পাবে না। যদি অভিযোগ না থাকে আরাম করে বসে থাকতে পারে। অনেক সময় বলা হয় বিজেপি দাঙ্গা করে একটা ঘটনা দেখান তো। ১৮টি রাজ্যে বিজেপি যদি মানুষ ভালো না বাসে কী ভাবে হয়। আসলে ষড়যন্ত্র এটা। এখান রাজনীতিক মানে প্রশ্ন চিহ্ন,এর জন্য আমরাই দায়ি। ৩৮ জন তৃনমুলের বিধায়ক এইমুহুর্তে আমার সঙ্গে ভালো সম্পর্কে রয়েছে। ২০২৪ এ আবার আবার আবার আবার।
আমি বুদ্ধিজীবীদের কিছু বলবো? তারা বুদ্ধিজীবী, আমি অল্পজীবী। সিবিআই,ইডি বিজেপির নয়। দূর্নীতি এই রাজ্য প্রথম দূর্নীতি? এটা সামনে এসেছে। কিন্তু যেগুলো আসেনি সেইগুলো দূর্নীতি। মুখ্যমন্ত্রী কী প্রথমবার বলছে? সকাল থেকে প্রধানমন্ত্রীকে গালাগাল করে। উনি আমাকে কীভাবে দেখেন জানি না,আমি ওনাকো এখনও দিদি হিসেবে শ্রদ্ধা করি। প্রথমে যারা বিধায়ক হয়ে চলে গিয়েছিল তখন কষ্ট হয়েছিল।