তৃণমূল পার্টি অফিস উদ্বোধনের দু’ঘণ্টার মধ্যেই উধাও পার্টির পোস্টার ব্যানার

তৃণমূল পার্টি অফিস উদ্বোধনের দু’ঘণ্টার মধ্যেই উধাও পার্টির পোস্টার ব্যানার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তৃণমূল পার্টি অফিস উদ্বোধনের দু’ঘণ্টার মধ্যেই উধাও পার্টির পোস্টার ব্যানার। চোখের পলকে চিত্র বদল কোচবিহারের জেলা জেলা তৃণমূল কার্যালয়ের। বেলা ১ টা নাগাদ সেজে উঠেছিল নীল সাদা বেলুন এবং গাঁদা ফুলে গোটা কার্যালয়টি,দলের পতাকা উত্তোলন, উলু,শঙ্খ ধনী, আলোয় জাগ জমক হয়ে উঠেছিল গোটা কার্যালয়।

 

কথা ছিল সারাদিন আজ জেলা কার্যালয় খোলা থাকবে দূর দূরান্ত থেকে আসবে আরো অন্যান্য নেতৃত্বরা মিষ্টির প্যাকেট নিতে এবং নতুন জেলা কার্যালয় দেখতে। কিন্তু এই আনন্দ সইলো না তৃণমূল জেলা কর্মী সমর্থকদের, জন্ম নিতে না নিতেই চোঁখের পলকে উচ্ছেদ সদ্য গড়া তৃণমূল কার্যালয়ের।

 

উদ্বোধনের পরে সবে বসেছেন পার্থ সাংবাদিক সম্মেলনে,পাশে তৃণমুলের বর্ষিয়ান নেতা আব্দুল জলিল আহমেদ ও জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলন শুরু হতে না হতেই সাংবাদিকের ফোনে মেসেজ ঢোকে জেলা সভাপতি পরিবর্তনের।সব কিছু ফেলে দিয়ে দৌড়ে যায় অভিজিৎ দে ভৌমিকের বক্তব্যের জন্যে। আর এরই মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে অভিজিৎ দে ভৌমিকের কর্মী সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম

উল্লেখ্য, চোখের পলকে চিত্র বদল কোচবিহারের জেলা জেলা তৃণমূল কার্যালয়ের। বেলা ১ টা নাগাদ সেজে উঠেছিল নীল সাদা বেলুন এবং গাঁদা ফুলে গোটা কার্যালয়টি,দলের পতাকা উত্তোলন, উলু,শঙ্খ ধনী, আলোয় জাগ জমক হয়ে উঠেছিল গোটা কার্যালয়।

 

কথা ছিল সারাদিন আজ জেলা কার্যালয় খোলা থাকবে দূর দূরান্ত থেকে আসবে আরো অন্যান্য নেতৃত্বরা মিষ্টির প্যাকেট নিতে এবং নতুন জেলা কার্যালয় দেখতে। কিন্তু এই আনন্দ সইলো না তৃণমূল জেলা কর্মী সমর্থকদের, জন্ম নিতে না নিতেই চোঁখের পলকে উচ্ছেদ সদ্য গড়া তৃণমূল কার্যালয়ের।

 

উদ্বোধনের পরে সবে বসেছেন পার্থ সাংবাদিক সম্মেলনে,পাশে তৃণমুলের বর্ষিয়ান নেতা আব্দুল জলিল আহমেদ ও জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলন শুরু হতে না হতেই সাংবাদিকের ফোনে মেসেজ ঢোকে জেলা সভাপতি পরিবর্তনের।সব কিছু ফেলে দিয়ে দৌড়ে যায় অভিজিৎ দে ভৌমিকের বক্তব্যের জন্যে। আর এরই মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে অভিজিৎ দে ভৌমিকের কর্মী সমর্থকদের মধ্যে। পার্টি অফিস

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top