পূজোর আনন্দ ভাগ করে নিতে দুঃস্থদের পাশে দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস্ ক্লাব। দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে গ্রামের দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা তুলে দিল দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস ক্লাব। সোমবার দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস্ ক্লাবের সদস্যরা বালুরঘাট ব্লকের রাধানগর এলাকার রাধানগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো মন্ডপস্থল থেকে রাধানগর গ্রামের দুঃস্থ শিশুদের হাতে নতুন জামার পাশাপাশি বিস্কুট, চকলেট ও পানীয় তুলে দেয়।
একইসঙ্গে রাধানগর গ্রামের ৬৫ জন দুঃস্থ মহিলার হাতে এদিন নতুন শাড়ি, চাল, ডাল, তেল আনুসাঙ্গিক খাদ্য সামগ্রী সম্বলিত ব্যাগ এদিন তুলে দেয় দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস ক্লাবের সদস্যরা। শিশু ও মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং বালুরঘাটের বিশিষ্ট সমাজসেবী চকলেট দাদু নামে পরিচিত তাপস চক্রবর্তী।
এদিন রাধানগর গ্রামের এক শিশু জেলা শাসকের সামনে আবৃত্তি করেন এবং রাধানগর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে অনুপ মন্ডল তাদের পূজোর মুখ্যমন্ত্রীর অনুদান পাওয়ার জন্য জেলা শাসকের কাছে আর্জি জানান। জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন আগামীদিনে সরকারি বিভিন্ন সুবিধাগুলি যদি আরও ভালভাবে আপনাদের কাছে পৌছে দিতে পারি তাহলে আমরা ধন্য হব৷ সেই সঙ্গে সাধারণ মানুষদের কাজ আরও বেশী করে করার জন্য আরও বেশী করে পরিশ্রম করার প্রতিশ্রুতিও দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
উল্লেখ্য, দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে গ্রামের দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা তুলে দিল দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস ক্লাব। সোমবার দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস্ ক্লাবের সদস্যরা বালুরঘাট ব্লকের রাধানগর এলাকার রাধানগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো মন্ডপস্থল থেকে রাধানগর গ্রামের দুঃস্থ শিশুদের হাতে নতুন জামার পাশাপাশি বিস্কুট, চকলেট ও পানীয় তুলে দেয়। একইসঙ্গে রাধানগর গ্রামের ৬৫ জন দুঃস্থ মহিলার হাতে এদিন নতুন শাড়ি, চাল, ডাল, তেল আনুসাঙ্গিক খাদ্য সামগ্রী সম্বলিত ব্যাগ এদিন তুলে দেয় দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস ক্লাবের সদস্যরা।



















