চার ছয়ের বর্ষা ক্রিকেটে। ইশান কিষাণ আর শ্রেয়স আয়াররা দেখিয়ে দিলেন ভারতের সব দলই সেরা দল। আয়ার শত রান করেন। ইশান মাত্র তিন রানের জন্য শতরান বঞ্চিত। বলা যায় দুই তরুণ ক্রিকেটার দুই শতরান করে বিশ্বকে হতবাক করে দিয়েছেন। রোহিত, কোহলি, বুমরা, হার্দিক নেই তবুও দল গড়ে নেমেছে ভারত আর তাতেই চমক। প্রথম ম্যাচ মাত্র সাত রানে হার। পরের ম্যাচ সাত উইকেটে জিত।
ইশানের চার ছয়ের ঝড়ে অস্ট্রেলিয়ার বেকায়দায়। প্রথমসারির বিশ্বখ্যাত বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে জয় ছিনিয়ে নিল তরুণ দুই ব্যাটসম্যান। তাই গর্বের সঙ্গে ইশান বলতেই পারেন যখন ছয় মারতে পারি তো দুই বা এক রানের জন্য ছুটব কেন। যদিও পরে স্বীকার করেছেন দুই এক রান প্রয়োজনে নিতে হয়। এভাবেই জবরদস্ত ব্যাটিং শৈলী ভারতের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অস্ট্রেলিয়ার ক্যাপটেন কেশব মহারাজ ঠিকই বলেছেন, ভারত একসময়ে অনেকগুলো টিম নামাতে পারে যে এদের এত কাবিল ক্রিকেটার আছে।
আরও পড়ুন – দেওয়াল কেটে ব্যাঙ্কে চুরি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উঠছে একাধিক প্রশ্ন
উল্লেখ্য, ইশান কিষাণ আর শ্রেয়স আয়াররা দেখিয়ে দিলেন ভারতের সব দলই সেরা দল। আয়ার শত রান করেন। ইশান মাত্র তিন রানের জন্য শতরান বঞ্চিত। বলা যায় দুই তরুণ ক্রিকেটার দুই শতরান করে বিশ্বকে হতবাক করে দিয়েছেন। রোহিত, কোহলি, বুমরা, হার্দিক নেই তবুও দল গড়ে নেমেছে ভারত আর তাতেই চমক। প্রথম ম্যাচ মাত্র সাত রানে হার। পরের ম্যাচ সাত উইকেটে জিত। ইশানের চার ছয়ের ঝড়ে অস্ট্রেলিয়ার বেকায়দায়।
প্রথমসারির বিশ্বখ্যাত বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে জয় ছিনিয়ে নিল তরুণ দুই ব্যাটসম্যান। তাই গর্বের সঙ্গে ইশান বলতেই পারেন যখন ছয় মারতে পারি তো দুই বা এক রানের জন্য ছুটব কেন। যদিও পরে স্বীকার করেছেন দুই এক রান প্রয়োজনে নিতে হয়। এভাবেই জবরদস্ত ব্যাটিং শৈলী ভারতের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অস্ট্রেলিয়ার ক্যাপটেন কেশব মহারাজ ঠিকই বলেছেন, ভারত একসময়ে অনেকগুলো টিম নামাতে পারে যে এদের এত কাবিল ক্রিকেটার আছে।