রায়গঞ্জের স্কুল থেকে চুরি হল প্রচুর পাঠ্য বই

রায়গঞ্জের স্কুল থেকে চুরি হল প্রচুর পাঠ্য বই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রায়গঞ্জের স্কুল থেকে চুরি হল প্রচুর পাঠ্য বই। পুজোর দীর্ঘ অবকাশের পর মঙ্গলবারে স্কুল খুলতেই এক অন্য ধরনের চুরির ঘটনা প্রকাশ্যে এল। রায়গঞ্জ থানার অন্তর্গত দেবীনগর গয়ালাল রামহরি গার্লস হাইস্কুলে আস্ত জানালা সুদ্ধ চুরি হয়ে গেল প্রচুর পাঠ্য বই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাস্বতী বসু বিশ্বাস বলেন, স্কুলের প্রার্থনা সভার শেষে যখন রান্নার মিড ডে মিল কর্মীরা মিড ডে মিলের ঘরে ঢোকেন, তখন দেখা যায় ঘরের তালা অবিকৃত থাকলেও ভেতর থেকে আটকানো। অথচ ওই ঘরেরই পাশের দরজাটা ভেজানো রয়েছে। তখন সন্দেহ হওয়ায়, দরজা খুলে দেখা যায়, সব কিছু লন্ডভন্ড। পাশাপাশি আরেকটি ঘরের জানালা সহ প্রচুর নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্য বই চুরি হয়েছে। রায়গঞ্জ থানাকে জানানো হয়েছে, তারা এসে তদন্ত শুরু করবে।

তবে স্থানীয় বাসিন্দা তথা পেশা শিক্ষক সুবীর ধর বলেন, ওই স্কুলে এটা নিয়মিত ঘটনা। সিসি ক্যামেরা লাগানোর জন্য স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছে। আশা করছি, এরপর এমন সমস্যা সমাধানের পথ তৈরি হবে। তবে, বই চোরের এত সাহস দেখে তিনিও অবাক।

আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার

উল্লেখ্য, পুজোর দীর্ঘ অবকাশের পর মঙ্গলবারে স্কুল খুলতেই এক অন্য ধরনের চুরির ঘটনা প্রকাশ্যে এল। রায়গঞ্জ থানার অন্তর্গত দেবীনগর গয়ালাল রামহরি গার্লস হাইস্কুলে আস্ত জানালা সুদ্ধ চুরি হয়ে গেল প্রচুর পাঠ্য বই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাস্বতী বসু বিশ্বাস বলেন, স্কুলের প্রার্থনা সভার শেষে যখন রান্নার মিড ডে মিল কর্মীরা মিড ডে মিলের ঘরে ঢোকেন, তখন দেখা যায় ঘরের তালা অবিকৃত থাকলেও ভেতর থেকে আটকানো। অথচ ওই ঘরেরই পাশের দরজাটা ভেজানো রয়েছে। তখন সন্দেহ হওয়ায়, দরজা খুলে দেখা যায়, সব কিছু লন্ডভন্ড। পাশাপাশি আরেকটি ঘরের জানালা সহ প্রচুর নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্য বই চুরি হয়েছে। রায়গঞ্জ থানাকে জানানো হয়েছে, তারা এসে তদন্ত শুরু করবে।

তবে স্থানীয় বাসিন্দা তথা পেশা শিক্ষক সুবীর ধর বলেন, ওই স্কুলে এটা নিয়মিত ঘটনা। সিসি ক্যামেরা লাগানোর জন্য স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছে। আশা করছি, এরপর এমন সমস্যা সমাধানের পথ তৈরি হবে। তবে, বই চোরের এত সাহস দেখে তিনিও অবাক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top