“বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষে রোগের সচেতনতায় পদযাত্রা হাওড়ায়। “বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষে সোমবার বিকেলে এই রোগের সচেতনতায় ‘ওয়াকথন’ তথা এক পদযাত্রার আয়োজন করেছিল হাওড়া গোলাবাড়ি এলাকার এক বেসরকারি হাসপাতাল। “ওয়াকথন-২০২২ ওয়াক টু ড্রাইভ আউট ডায়াবেটিস” শীর্ষক ওই পদযাত্রায় সোমবার অংশ নিয়েছিলেন বহু মানুষ।
উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের এসিপি নর্থ আবদুল গফফর, গোলাবাড়ি থানার ওসি সুদীপ সিংহ, হাওড়া পুরসভার কমিশনার ধবল জৈন, ওসি হাওড়া ট্রাফিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন হাসপাতালের সামনে থেকে ওয়াকথন শুরু হয়। এরপর সালকিয়া ফ্লাইওভার, হাওড়া স্টেশন রোড, সালকিয়া স্কুল রোড হয়ে এই ওয়াকথন শেষ হয় হাসপাতালের সামনে এসে। প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে ছিল ডিজিটাল মোমবাতি। মোমবাতি হাতে নিয়েই তাঁরা এই পদযাত্রায় অংশ নেন।
আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আশ্চর্য জনক ঘটনা
উল্লেখ্য, “বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষে রোগের সচেতনতায় পদযাত্রা হাওড়ায়। “বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষে সোমবার বিকেলে এই রোগের সচেতনতায় ‘ওয়াকথন’ তথা এক পদযাত্রার আয়োজন করেছিল হাওড়া গোলাবাড়ি এলাকার এক বেসরকারি হাসপাতাল। “ওয়াকথন-২০২২ ওয়াক টু ড্রাইভ আউট ডায়াবেটিস” শীর্ষক ওই পদযাত্রায় সোমবার অংশ নিয়েছিলেন বহু মানুষ।
উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের এসিপি নর্থ আবদুল গফফর, গোলাবাড়ি থানার ওসি সুদীপ সিংহ, হাওড়া পুরসভার কমিশনার ধবল জৈন, ওসি হাওড়া ট্রাফিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন হাসপাতালের সামনে থেকে ওয়াকথন শুরু হয়। এরপর সালকিয়া ফ্লাইওভার, হাওড়া স্টেশন রোড, সালকিয়া স্কুল রোড হয়ে এই ওয়াকথন শেষ হয় হাসপাতালের সামনে এসে। প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে ছিল ডিজিটাল মোমবাতি। মোমবাতি হাতে নিয়েই তাঁরা এই পদযাত্রায় অংশ নেন।