ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি দুটি গৃহস্থ বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি গৃহস্থের বাড়ি । শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় বালিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত ব্যবসায়িক তাঁত কাপড়, বসবাসের খাটবিছানা সহ গৃহস্থ বাড়ির ব্যবহার্য বেশ কিছু জিনিসপত্র। অল্পর জন্য বেঁচে গেলো, গবাদি পশু সহ গোটা এলাকা।
জানা যায় মঙ্গলবার রাত আটটা নাগাদ ওই এলাকার বাসিন্দা বিকাশ সাহার গোয়াল ঘরে হঠাৎই আগুন লাগতে দেখেন তিনি, এরপর তড়িঘড়ি এসে গবাদি পশুদের গলার দড়ি কেটে দেন, চেঁচামেচি করলে, প্রতিবেশী প্রায় শতাধিক মানুষ তাদের নিজেদের মতন করে টিউবওয়েল এবং একটি মোটর চালিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও খবর পেয়ে শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকসহ কর্মীরা উপস্থিত হন একটি আগুন নেভানোর ইঞ্জিন নিয়ে। কিন্তু তার আগেই এলাকাবাসীদের তৎপরতায় নিভে গেছে আগুন। গোয়াল ঘরের ওই আগুন প্রতিবেশী বাড়িতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
আরও পড়ুন – দিনহাটায় প্রচারে এসে দলীয় কর্মীদের সতর্ক করলেন উদয়ন
উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি গৃহস্থের বাড়ি । শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় বালিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত ব্যবসায়িক তাঁত কাপড়, বসবাসের খাটবিছানা সহ গৃহস্থ বাড়ির ব্যবহার্য বেশ কিছু জিনিসপত্র। অল্পর জন্য বেঁচে গেলো, গবাদি পশু সহ গোটা এলাকা।
জানা যায় মঙ্গলবার রাত আটটা নাগাদ ওই এলাকার বাসিন্দা বিকাশ সাহার গোয়াল ঘরে হঠাৎই আগুন লাগতে দেখেন তিনি, এরপর তড়িঘড়ি এসে গবাদি পশুদের গলার দড়ি কেটে দেন, চেঁচামেচি করলে, প্রতিবেশী প্রায় শতাধিক মানুষ তাদের নিজেদের মতন করে টিউবওয়েল এবং একটি মোটর চালিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও খবর পেয়ে শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকসহ কর্মীরা উপস্থিত হন একটি আগুন নেভানোর ইঞ্জিন নিয়ে। কিন্তু তার আগেই এলাকাবাসীদের তৎপরতায় নিভে গেছে আগুন। গোয়াল ঘরের ওই আগুন প্রতিবেশী বাড়িতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।