পুলিশ সুন্দরী সেরা সুন্দরী। সুন্দরের জয় সর্বত্র। সে মডেল বা পুলিশ হোক।কলোম্বিয়ার মেডেলিনের কাহিনিটা একটু অন্য রকম। পুলিশের সমাজমাধ্যমে যে অ্যাকাউন্ট রয়েছে, তাতে পোস্ট করা সমস্ত ছবি এবং ভিডিয়োতে মন্তব্যের বন্যা বইয়ে দিচ্ছেন কলোম্বিয়ার বাসিন্দারা। তাঁরা সবাই নাকি পুলিশের রূপে মুগ্ধডায়না রামিরেজ়। কলোম্বিয়ার মেডেলিন এলাকার পেশায় এক পুলিশ আধিকারিক তিনি। মেডেলিনের রাস্তাঘাটে প্রায়ই তাঁকে পুলিশি উর্দি পরে দেখা যায়। যাতায়াতের পথেই ডায়নাকে লক্ষ করেছিলেন সেখানকার বাসিন্দারা।
তিনি পরে তাঁকে খুঁজে পান সমাজমাধ্যমেও। কিন্তু ডায়নার ইনস্টাগ্রাম দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলে।পেশাগত কারণে তাঁর যে কঠিন জীবনশৈলী মেনে দিন কাটানো উচিত বলে ভেবেছিলেন, তার একদম বিপরীত পথে চলেন ডায়না। তাঁর ইনস্টাগ্রাম ভর্তি ছবি এবং ভিডিয়ো। কখনও তাঁর পরনে উর্দি, কখনও বা অন্য পোশাক।তিনি আরও বলেন, ‘‘এই পেশায় থাকাকালীন আমি যা যা শিখেছি, তা আমাকে নারী হিসাবেও পূর্ণতা দিয়েছে।’’
আরও পড়ুন – বিয়ার নিয়ে বেচারা কাতার, মুসলিম রাষ্ট্রে খেলা আয়োজনে এবার ভাবতে হবে ফিফাকে
উল্লেখ্য, সুন্দরের জয় সর্বত্র। সে মডেল বা পুলিশ হোক।কলোম্বিয়ার মেডেলিনের কাহিনিটা একটু অন্য রকম। পুলিশের সমাজমাধ্যমে যে অ্যাকাউন্ট রয়েছে, তাতে পোস্ট করা সমস্ত ছবি এবং ভিডিয়োতে মন্তব্যের বন্যা বইয়ে দিচ্ছেন কলোম্বিয়ার বাসিন্দারা। তাঁরা সবাই নাকি পুলিশের রূপে মুগ্ধডায়না রামিরেজ়। কলোম্বিয়ার মেডেলিন এলাকার পেশায় এক পুলিশ আধিকারিক তিনি। মেডেলিনের রাস্তাঘাটে প্রায়ই তাঁকে পুলিশি উর্দি পরে দেখা যায়। যাতায়াতের পথেই ডায়নাকে লক্ষ করেছিলেন সেখানকার বাসিন্দারা।
তিনি পরে তাঁকে খুঁজে পান সমাজমাধ্যমেও। কিন্তু ডায়নার ইনস্টাগ্রাম দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলে।পেশাগত কারণে তাঁর যে কঠিন জীবনশৈলী মেনে দিন কাটানো উচিত বলে ভেবেছিলেন, তার একদম বিপরীত পথে চলেন ডায়না। তাঁর ইনস্টাগ্রাম ভর্তি ছবি এবং ভিডিয়ো। কখনও তাঁর পরনে উর্দি, কখনও বা অন্য পোশাক।তিনি আরও বলেন, ‘‘এই পেশায় থাকাকালীন আমি যা যা শিখেছি, তা আমাকে নারী হিসাবেও পূর্ণতা দিয়েছে।’’