কুশমন্ডিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত দুই,বিক্ষোভ

কুশমন্ডিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত দুই,বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কুশমন্ডিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত দুই,বিক্ষোভ। কুশমন্ডির চৌরঙ্গী মোড়ে অটো ও পিকাপ ভ্যানের মুখামুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৫জন ব্যক্তি।তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবারের ঘটনা এনিয়ে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠে।স্থানীয়রা ওই সড়কে গাড়ি নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ট্রাফিক পুলিশের দেখাশোনার দাবিতে বেশ কিছুক্ষণ বুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

 

যা নিয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।ঘটনা স্থলে আসেন কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা, কুশমন্ডি বিডিও অমর জ্যাতি সরকার , দঃদিনাজপুর জেলার তৃণমূল সাধারন সম্পাদক রিতেশ জোয়াদ্দার, জেলার খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা সহ অন্যান্যরা।তারা বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বললে আবরোধ উঠে যায়।

 

পুলিস ও স্থানীয় জানা গিয়েছে,মৃতের নাম মনজুয়ারা বেগম।বয়স ৪৫।অন্য মৃতের পরিচয় জানা যায়নি।এদিন একটি গাড়ি মহিপাল থেকে বুনিয়াদপুর ,অন্যটি কুশমন্ডি থেকে কাটাবাড়ি যাচ্ছিল। তখনই সড়কে মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন –  জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইকুয়েডরের

উল্লেখ্য, কুশমন্ডির চৌরঙ্গী মোড়ে অটো ও পিকাপ ভ্যানের মুখামুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন।গুরুতর জখম হয়েছেন আরও ৫জন ব্যক্তি।তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবারের ঘটনা এনিয়ে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠে।স্থানীয়রা ওই সড়কে গাড়ি নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ট্রাফিক পুলিশের দেখাশোনার দাবিতে বেশ কিছুক্ষণ বুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।যা নিয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

ঘটনা স্থলে আসেন কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা, কুশমন্ডি বিডিও অমর জ্যাতি সরকার , দঃদিনাজপুর জেলার তৃণমূল সাধারন সম্পাদক রিতেশ জোয়াদ্দার, জেলার খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা সহ অন্যান্যরা।তারা বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বললে আবরোধ উঠে যায়। পুলিস ও স্থানীয় জানা গিয়েছে,মৃতের নাম মনজুয়ারা বেগম।বয়স ৪৫।অন্য মৃতের পরিচয় জানা যায়নি।এদিন একটি গাড়ি মহিপাল থেকে বুনিয়াদপুর ,অন্যটি কুশমন্ডি থেকে কাটাবাড়ি যাচ্ছিল। তখনই সড়কে মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top