জাতীয় স্তরের সুইমিং-এ পদক পেল তুফানগঞ্জের অমিয়া দাস। আন্ডার ওয়ার্ড অ্যান্ড সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত দ্বিতীয় জাতীয় ফিনস সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪×১০০ বি ফিনস সুইমিং এ রুপা তুফানগঞ্জ সুইমিংপুলের সাঁতারু অমিয়া দাস। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স সুইমিংপুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ৯ থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত।
পশ্চিমবঙ্গ আন্ডারওয়াটার এন্ড ফিনস সুইমিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা তুফানগঞ্জ সুইমিংপুল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কমিটির সচিব রমেন চন্দ্র বিশ্বাস জানান অমিয়ার প্রাপ্তিতে আমরা সবাই ভীষণ গর্বিত, আগামী দিনে ওর আরো উন্নতি কামনা করি। তুফানগঞ্জ সুইমিং পুলের প্রশিক্ষক বীরেন সরকারের কাছে বর্তমানে ফিনস সুইমিং শিখছে অমিয়া।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
উল্লেখ্য, জাতীয় স্তরের সুইমিং-এ পদক পেল তুফানগঞ্জের অমিয়া দাস। আন্ডার ওয়ার্ড অ্যান্ড সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত দ্বিতীয় জাতীয় ফিনস সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪×১০০ বি ফিনস সুইমিং এ রুপা তুফানগঞ্জ সুইমিংপুলের সাঁতারু অমিয়া দাস। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স সুইমিংপুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ৯ থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত।
পশ্চিমবঙ্গ আন্ডারওয়াটার এন্ড ফিনস সুইমিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা তুফানগঞ্জ সুইমিংপুল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কমিটির সচিব রমেন চন্দ্র বিশ্বাস জানান অমিয়ার প্রাপ্তিতে আমরা সবাই ভীষণ গর্বিত, আগামী দিনে ওর আরো উন্নতি কামনা করি। তুফানগঞ্জ সুইমিং পুলের প্রশিক্ষক বীরেন সরকারের কাছে বর্তমানে ফিনস সুইমিং শিখছে অমিয়া।
উল্লেখ্য, উল্লেখ্য, জাতীয় স্তরের সুইমিং-এ পদক পেল তুফানগঞ্জের অমিয়া দাস। আন্ডার ওয়ার্ড অ্যান্ড সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত দ্বিতীয় জাতীয় ফিনস সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪×১০০ বি ফিনস সুইমিং এ রুপা তুফানগঞ্জ সুইমিংপুলের সাঁতারু অমিয়া দাস। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স সুইমিংপুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ৯ থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত।
পশ্চিমবঙ্গ আন্ডারওয়াটার এন্ড ফিনস সুইমিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা তুফানগঞ্জ সুইমিংপুল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কমিটির সচিব রমেন চন্দ্র বিশ্বাস জানান অমিয়ার প্রাপ্তিতে আমরা সবাই ভীষণ গর্বিত, আগামী দিনে ওর আরো উন্নতি কামনা করি। তুফানগঞ্জ সুইমিং পুলের প্রশিক্ষক বীরেন সরকারের কাছে বর্তমানে ফিনস সুইমিং শিখছে অমিয়া।