Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
গ্রীষ্মকালে ছুটি কাটাতে কমলালেবুর দেশ সিটং আসতেন বিশ্বকবি

গ্রীষ্মকালে ছুটি কাটাতে কমলালেবুর দেশ সিটং আসতেন বিশ্বকবি

গ্রীষ্মকালে ছুটি কাটাতে কমলালেবুর দেশ সিটং আসতেন বিশ্বকবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গ্রীষ্মকালে ছুটি কাটাতে কমলালেবুর দেশ সিটং আসতেন বিশ্বকবি। কমলালেবুর দেশ মানে সিটং , এখানকার কমলালেবু বিখ্যাত। চেনাশোনা গন্তব্য ছেড়ে এই পাহাড়ি গ্রামে দিন দুয়েক কাটাতে দুর্দান্ত লাগবে। সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত, দার্জিলিংয়ের বিখ্যাত মংপু শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম।

 

এখান থেকে মহানন্দা অভয় অরণ্য ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। কোমল রোদে এখানকার ঘরবাড়ি গুলি দেখতে দুর্দান্ত লাগে। শীতের সময় এই পাহাড়ি গ্রামে ঘোরার মজাটাই আলাদা, চারিদিকে শুধু দেখা যাবে কমলালেবুর কমলা রং। যারা জনকলাহল পছন্দ করেন না, তাদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে এই পাহাড়ি গ্রাম। এই গ্রামের সীমানায় রয়েছে কার্শিয়ান, কালিম্পং ,সিকিম, ভুটান। এখান থেকে কার্শিয়াং,কালিংপং ,ভুটান সিকিম খুব সহজেই যাওয়া যায়।

 

প্রাচীন ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে সিটং, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রীষ্মকালের সময় এই গ্রামের একটি বাংলোতে সময় কাটাতেন। বর্তমানে বাংলোটি হেরিটেজের তকমা পেয়েছে। তাই এই পাহাড়ি গ্রামে পর্যটকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় বাংলোটি। এছাড়া একটি প্রাচীন শতাব্দী প্রাচীন গুম্ফাও নানান ঐতিহ্যবাহী ইতিহাস বহন করে চলেছে।

আরও পড়ুন – নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে আদালতে বিচারপতির দ্বিমত পোষণ করেন

উল্লেখ্য, কমলালেবুর দেশ মানে সিটং , এখানকার কমলালেবু বিখ্যাত। চেনাশোনা গন্তব্য ছেড়ে এই পাহাড়ি গ্রামে দিন দুয়েক কাটাতে দুর্দান্ত লাগবে। সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত, দার্জিলিংয়ের বিখ্যাত মংপু শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। এখান থেকে মহানন্দা অভয় অরণ্য ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।

 

কোমল রোদে এখানকার ঘরবাড়ি গুলি দেখতে দুর্দান্ত লাগে। শীতের সময় এই পাহাড়ি গ্রামে ঘোরার মজাটাই আলাদা, চারিদিকে শুধু দেখা যাবে কমলালেবুর কমলা রং। যারা জনকলাহল পছন্দ করেন না, তাদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে এই পাহাড়ি গ্রাম। এই গ্রামের সীমানায় রয়েছে কার্শিয়ান, কালিম্পং ,সিকিম, ভুটান। এখান থেকে কার্শিয়াং,কালিংপং ,ভুটান সিকিম খুব সহজেই যাওয়া যায়।

 

প্রাচীন ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে সিটং, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রীষ্মকালের সময় এই গ্রামের একটি বাংলোতে সময় কাটাতেন। বর্তমানে বাংলোটি হেরিটেজের তকমা পেয়েছে। তাই এই পাহাড়ি গ্রামে পর্যটকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় বাংলোটি।এছাড়া একটি প্রাচীন শতাব্দী প্রাচীন গুম্ফাও নানান ঐতিহ্যবাহী ইতিহাস বহন করে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top