সুকান্ত-র ত্রিফলা আক্রমণ

বালুরঘাট থেকে সুকান্ত-র ত্রিফলা আক্রমণ, তোপ দাগলেন রাহুল গান্ধী ও রাজ্য সরকারের দিকে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে তীব্র কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন রাহুল গান্ধী এখন নিজের কেরিয়ার ভাল করার জন্য দৌড়ে বেড়োচ্ছে, ভারত ভাঙল তারা এখন ভারত জোড়ো করছে, যে সময় ভারত ভাঙার কথা ছিল না, সে সময় ভারত ভেঙ্গে দিয়েছেন, এখন তার নাতি প্রায়শ্চিত্ত করছেন যে ভারত জুড়তে হবে।

 

সুকান্ত মজুমদার বলেন ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, প্রধানমন্ত্রী হওয়া এই মুহুর্তে আর রাহুল গান্ধীর হচ্ছে না। পাশাপাশি নোটবন্দী নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় এদিন কার্যত একহাত নিয়ে বালুরঘাটে সুকান্ত মজুমদার বলেন আমাদের বিরোধীদের জলঘোলা করার মানসিকতা নোটবন্দীকে নিয়ে দেশের স্বার্থের কথা না ভেবে নিজের স্বার্থের কথা ভেবে, তাদের মুখে আরও একবার কোর্টের থাপ্পড় পড়ল।

 

এরপরেই আক্রমণের ঝাঝ বাড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বলেন আমরা জানি ব্যাথাটা কোথায় তাদের, অনেকের জমানো টাকা নষ্ট হয়ে গেছে সেই দুঃখে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করতেন, আজকে সুপ্রিম কোর্ট থেকে তারা জবাব পেয়ে গেলেন। ১০০ দিনের কাজ নিয়েও এদিন বিজেপির রাজ্য সভাপতি তোপ দাগেন রাজ্য সরকারের দিকে।

আরও পড়ুন – নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে আদালতে বিচারপতির দ্বিমত পোষণ করেন

১০০ দিনের কাজে বকেয়া টাকা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন কেন্দ্র টাকা আটকে রাখেনি, চুরির হিসাব দিতে না পারার জন্য রাজ্য সরকারের টাকা শুধু আটকে আছে তা নয়, রাজ্য সরকার নিজে সেই চুরিকে স্বীকার করে বিভিন্ন পঞ্চায়েতকে দিয়ে সেই টাকা ফেরৎ করিয়েছে অর্থাৎ রাজ্য সরকার নিজে স্বীকার করেছে যে চুরি হয়েছে।

 

উল্লেখ্য, বালুরঘাট থেকে সুকান্ত-র ত্রিফলা আক্রমণ, তোপ দাগলেন রাহুল গান্ধী ও রাজ্য সরকারের দিকে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে তীব্র কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন রাহুল গান্ধী এখন নিজের কেরিয়ার ভাল করার জন্য দৌড়ে বেড়োচ্ছে, ভারত ভাঙল তারা এখন ভারত জোড়ো করছে, যে সময় ভারত ভাঙার কথা ছিল না, সে সময় ভারত ভেঙ্গে দিয়েছেন, এখন তার নাতি প্রায়শ্চিত্ত করছেন যে ভারত জুড়তে হবে।  সুকান্ত-র ত্রিফলা