https://www.youtube.com/watch?v=T5uEzJSZJ4M&feature=youtu.be
নিজেকে বড় নেতা পরিচয় দিয়ে হাসপাতালে হুমকি ফোন। পরে হাসপাতালে সদলবলে গিয়ে ডাক্তার ও ম্যানেজারকে মারধর। উত্তেজনা ছড়াল সিউড়ি শহরের পুরাতন লাইন পাড়ায় একটি বেসরকারি হাসপাতালে।
শনিবার স্থানীয় এক বাসিন্দা হাসপাতালে ফোন করে এবং নিজেকে বড় নেতা বলে দাবি করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেন সিউড়িতে ব্যবসা করতে হলে তাঁদেরকে দেখতে হবে, নয়তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম জানতে চাইলে, তিনি জানান তাঁর নাম অভয় ভট্টচার্য। তিনি সিউড়ির একজন বড় মাপের নেতা।