মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে ধামসা মাদল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন। মকর সংক্রান্তি উপলক্ষে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে শনিবার ধামসা, মাদল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান ও উপ পৌর প্রধান অনিমা সাহা, সমাজসেবী গোপাল সাহা সহ মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর গণ ছাড়াও অন্যান্য আধিকারিকরা।
ওই অনুষ্ঠানে মকর সংক্রান্তি উপলক্ষে আদিবাসী মানুষদের হাতে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে ধামসা, মাদল তুলে দেন পৌরপ্রধান সৌমেন খান । সেই সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। ওই অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান বলেন মকর পরব উপলক্ষে আদিবাসী মানুষদের হাতে ধামসা, মাদলের পাশাপাশি নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন – প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দফতরেই বড়সড় কেলেঙ্কারি ফাঁস!
যাতে আদিবাসী পরিবার গুলি মকর পরব এর অনুষ্ঠান ভালোভাবে কাটাতে পারেন তিনি বলেন মকর পরব আদিবাসীরা ভালোভাবে পালন করেন ,বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। তাই পৌরসভার উদ্যোগে আদিবাসী মানুষদের হাতে ধামসা, মাদল ও বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। ধামসা, মাদল ও নতুন বস্ত্র পেয়ে খুশি ওই অনুষ্ঠানে আসা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
উল্লেখ্য,মকর সংক্রান্তি উপলক্ষে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে শনিবার ধামসা, মাদল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান ও উপ পৌর প্রধান অনিমা সাহা, সমাজসেবী গোপাল সাহা সহ মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর গণ ছাড়াও অন্যান্য আধিকারিকরা।
ওই অনুষ্ঠানে মকর সংক্রান্তি উপলক্ষে আদিবাসী মানুষদের হাতে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে ধামসা, মাদল তুলে দেন পৌরপ্রধান সৌমেন খান । সেই সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। ওই অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান বলেন মকর পরব উপলক্ষে আদিবাসী মানুষদের হাতে ধামসা, মাদলের পাশাপাশি নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। যাতে আদিবাসী পরিবার গুলি মকর পরব এর অনুষ্ঠান ভালোভাবে কাটাতে পারেন তিনি বলেন মকর পরব আদিবাসীরা ভালোভাবে পালন করেন ,বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।