ফের বড় সাফল্য বন দপ্তরের

ফের বড় সাফল্য বন দপ্তরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বড় সাফল্য বন দপ্তরের। ফের বড় সাফল্য বন দপ্তরের। শিলিগুড়ির দুইপ্রান্তে বনদপ্তরের অভিযানে লক্ষ লক্ষ টাকার সামুদ্রিক ঘোড়া এবং পাচারের আগে কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ। বিগত ২৪ শে জানুয়ারি কার্শিয়া ং বনবিভিশন এর ঘোষপুকুর রেঞ্জের তরফে অভিযান চালিয়ে সি হর্স সমেত তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে মেলে ৫ কেজি মৃত সি হর্স।

 

তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই পাচার চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তির দুই ব্যক্তির নাম উঠে আসে। সেমতো অভিযান চালায় বন বিভাগ। শিলিগুড়ির অদূরে নকশালবাড়ি ব্লক থেকে ঘোষপুকুর রেঞ্জ অভিযান চালিয়ে আরো সাড়ে ৮ কেজি সি হর্স বাজেয়াপ্ত করে। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। একজনকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম শেফালী রায়।

 

অপরদিকে বেলাকোপার রেঞ্জের বনদপ্তর শাড়ি মা এলাকার জাতীয় সড়কের ওপর থেকে একটি ট্রাক বোঝাই বার্মা টিক কাঠ বাজেয়াপ্ত করা হয়। ধৃতের নাম আনসার। হরিয়ানর বাসিন্দা। আসাম গুয়াহাটি হয়ে দিল্লিতে কাঠ বাজারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অভিযুক্ত। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া কাঠের পরিমাণ ২৩.৭০১ কিউবিক মিটার। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লক্ষ টাকা।

আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে

উল্লেখ্য, ফের বড় সাফল্য বন দপ্তরের। শিলিগুড়ির দুইপ্রান্তে বনদপ্তরের অভিযানে লক্ষ লক্ষ টাকার সামুদ্রিক ঘোড়া এবং পাচারের আগে কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ। বিগত ২৪ শে জানুয়ারি কার্শিয়া ং বনবিভিশন এর ঘোষপুকুর রেঞ্জের তরফে অভিযান চালিয়ে সি হর্স সমেত তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে মেলে ৫ কেজি মৃত সি হর্স।

 

তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই পাচার চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তির দুই ব্যক্তির নাম উঠে আসে। সেমতো অভিযান চালায় বন বিভাগ। শিলিগুড়ির অদূরে নকশালবাড়ি ব্লক থেকে ঘোষপুকুর রেঞ্জ অভিযান চালিয়ে আরো সাড়ে ৮ কেজি সি হর্স বাজেয়াপ্ত করে। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। একজনকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম শেফালী রায়। অপরদিকে বেলাকোপার রেঞ্জের বনদপ্তর শাড়ি মা এলাকার জাতীয় সড়কের ওপর থেকে একটি ট্রাক বোঝাই বার্মা টিক কাঠ বাজেয়াপ্ত করা হয়। ধৃতের নাম আনসার। হরিয়ানর বাসিন্দা। আসাম গুয়াহাটি হয়ে দিল্লিতে কাঠ বাজারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অভিযুক্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top