Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার

অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ,নিখোঁজ ২ পাইলট

অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ,নিখোঁজ ২ পাইলট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ,নিখোঁজ ২ পাইলট ,বৃহস্পতিবার (১৬ মার্চ), অরুণাচল প্রদেশের বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তার পরই কপ্টারটি ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। কপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন বলে জানা গিয়েছে। কপ্টারটির পাইলটদের খোঁজে অনুসন্ধান শুরু হয়েছে।

 

 

 

 

এদিন সকাল ৯.১৫ নাগাদ মান্ডালার কাছে ভেঙে পড়ে সেনার চিতা কপ্টার। সেনা সূত্রে খবর, সীমান্ত এলাকায় রুটিন উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী। কিন্তু পাইলটদের পাওয়া যায়নি। কী কারণে কপ্টার ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। সেনার তরফেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তল্লাশি শুরু হয়েছে।

 

 

আরও পড়ুন – ‘নিরাপত্তা দিতেও সেই মাঝরাতেই এল পুলিশ’, প্রশাসনের কাছে উত্তর চান আইনজীবী কৌস্তভ…

 

 

যে কোনও আপৎকালীন পরিস্থিতি হোক, প্রাকৃতিক বিপর্যয় বা যুদ্ধ পরিস্থিতি হোক, সেই ১৯৬০-৭০ সাল থেকে ভারতীয় সেনার অস্ত্রসম্ভারে রয়েছে চেতক এবং চিতা হেলিকপ্টার। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিও বদলেছে। কিন্তু এই দুই প্রাচীন কপ্টারকে সে ভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হয়নি। তাদের অবসর দিতে চেয়ে সরকারের কাছে আবেদনও করা হয়েছিল সেনার তরফে। ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনাও চেতক ও চিতা কপ্টার ব্যবহার করে। বায়ুসেনার কাছে শতাধিক চেতক ও চিতা রয়েছে। অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনা কপ্টার। বৃহস্পতিবার, ভারতীয় সেনার ওই চিতা হেলিকপ্টারটি ভেঙে পড়ে। সেটি অরুণাচল প্রদেশের মান্ডালা পাহাড়ের (Mandala hills) কাছে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তার পর থেকেই নিখোঁজ ওই সেনা কপ্টারে থাকার দুজন পাইলট।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top