প্রধানমন্ত্রী মোদীকে প্রাণনাশের হুমকি, ইতিমধ্য়েই শুরু তদন্ত

প্রধানমন্ত্রী মোদীকে প্রাণনাশের হুমকি, ইতিমধ্য়েই শুরু তদন্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রধানমন্ত্রী মোদীকে প্রাণনাশের হুমকি, ইতিমধ্য়েই শুরু তদন্ত , সোমবার কেরলে (Kerala) যাচ্ছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে শোভাযাত্রাও করার কথা তাঁর। আর এই সফর ঘিরে তাই কড়া নিরাপত্তার ব্য়বস্থাও করা হচ্ছে। তবে এর মধ্যেই এল প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি। মোদীর বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলার এই হুমকি চিঠি কেরলের বিজেপির রাজ্য কমিটির অফিসে আসে বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কেরল জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

 

 

 

 

 

এদিকে মোদীর কেরল সফরের আগে গোয়েন্দার এডিজিপি টি কে বিনোদ কুমারের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে এই হুমকি চিঠির উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিককালে পিএফআই-র বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে নামে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় সংস্থা। পিএফআই-কে নিষিদ্ধও করা হয়। এই আবহে এই ধরনের হুমকি চিঠি কোনওভাবেই হালকা করে দেখছেন না গোয়েন্দারা। অন্যদিকে মোদীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করার জন্য কেরল সরকার ও পুলিশের সমালোচনা করেছে বিজেপি। এদিকে কোচি পুলিশ কমিশনার জানিয়েছেন মোদী সফর ঘিরে কড় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। এর জন্য পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজারের বেশি পুলিশ আধিকারিক মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

 

 

 

আরও পড়ুন –   ২৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন হবে মোদীর হাতে ,মধ্যপ্রদেশের পাশাপাশি যাচ্ছেন কেরল

 

 

 

 

কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রন গত সপ্তাহে একটি চিঠি পান। সেটা পাঠিয়েছিল এরনাকুলামের বাসিন্দা জোসেফ জন নাদুমুত্তাথিল। সেই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোদীর কেরল সফরকালে তাঁর উপর আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। তারপরই বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। মোদীর সফর নিয়ে এখন উদ্বিগ্ন বিজেপি। চিঠি পাওয়ার পরই কে সুরেন্দ্রন তা ডিজিপি অনিল কান্তকে দেন। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। চিঠির সত্যতা ও উৎস যাচাই করে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top