বর্ধমানে এলেন চলচ্চিত্র অভিনেত্রী মন্দাকিনী

বর্ধমানে এলেন চলচ্চিত্র অভিনেত্রী মন্দাকিনী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বর্ধমানে এলেন চলচ্চিত্র অভিনেত্রী মন্দাকিনী,ঈদ উপলক্ষে একসময়ে যাকে দেখতে গোটা ভারত উত্তাল হয়ে উঠত তিনি একেবারে হাতের সামনে। একসময়ে যাকে দেখতে গোটা ভারত উত্তাল হয়ে উঠত তিনি একেবারে হাতের সামনে।

 

 

 

ঈদ উপলক্ষে কাউন্সিলর প্রদীপ রহমান এবং বিধায়ক খোকন দাসের উদ্যোগেই মন্দাকিনীর বর্ধমানে আসা। সারা মাসের সংযমের শেষে খুশির ঈদে মাতোয়ারা শহর বর্ধমান। সেই খুশিতে চার চাঁদ যোগ হল এই তারকার আগমণে।রাজ কাপুরের জহুরি চোখ এক সময় খুঁজে বার করেছিল মন্দাকিনীকে। ‘ রাম তেরি গঙ্গা মইলি ‘ ছবির মধ্য দিয়ে আসমুদ্রহিমাচল মন্দাকিনীকে চিনে নেয়। এরপর সুপারস্টার মিঠুনের সাথে ‘ ডান্স ডান্স’। আরো অনেক ছবিতে। কিন্তু প্রথম থেকেই বিতর্ক পিছনে ছাড়েনি তার। ডন দাউদ ইব্রাহিমের সাথে তার নাম জড়ায়। ধীরে ধীরে ছায়াছবির জগতে তার নাম তলিয়ে যায়। তবুও এখনো অনেকের কাছে একটা আবেগ রয়ে গেছে।

 

 

 

 

আরও পড়ুন – ইদের দিন ভক্তদের দর্শন দিলেন কিং খান

 

 

এদিন মুম্বাই থেকে বর্ধমানে এসে পৌঁছান তিনি। ১৮ নং ওয়ার্ডের লায়লা ভবনের সামনে। সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ওয়ার্ড পরিক্রমা করে সর্বমঙ্গলা মন্দিরের পাশ দিয়ে বি সি রোডে এসে পৌছায় শোভাযাত্রা। সামনে ব্যান্ড ও গান বাজানো হয়। পিছনে হুড খোলা জিপে মন্দাকিনী ও আয়োজকেরা। ছিল বিরাট পুলিশবাহিনী৷ কার্জনগেটের কাছে এসে শোভাযাত্রা শেষ হয়। ঈদ উপলক্ষে বর্ধমানে এলেন চলচ্চিত্র অভিনেত্রী মন্দাকিনী। একসময়ে যাকে দেখতে গোটা ভারত উত্তাল হয়ে উঠত তিনি একেবারে হাতের সামনে।

 

 

 

 

আরও পড়ুন –  গরমে হাঁসফাঁস অবস্থা ! রাতেই চাষাবাদ চালাচ্ছেন দেগঙ্গার কৃষকরা

 

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top