রাজধানীতে শাহি সাক্ষাত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আলোচনায় আসতে পারে ডিএ প্রসঙ্গও

রাজধানীতে শাহি সাক্ষাত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আলোচনায় আসতে পারে ডিএ প্রসঙ্গও , শাহরে সঙ্গে সাক্ষাতের জন্যই শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সংসদ ভবনে অমিত সাহের অফিসে দু’জনের সাক্ষাৎ হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।সূত্রের খবর, শুক্রবার তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। শাহরে সঙ্গে সাক্ষাতের জন্যই শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সংসদ ভবনে অমিত সাহের অফিসে দু’জনের সাক্ষাৎ হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির আবহে এই সাক্ষাৎকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উঠে আসতে পারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি রাজ্যের একাধিক ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে কথা হতে পারে বলে সূত্রে মারফত জানা গিয়েছে।

 

 

 

গত মাসেও দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সে বার তিনি বৈঠক করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে। এ রাজ্যের ব্যাপারে অনেক কিছু জেনেওছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের কাছ থেকে। তার পর বিভিন্ন বিষয়ে সজাগ ভূমিকা দেখা গিয়েছিল আনন্দ বোসের। এ বার দিল্লি গিয়ে তিনি সাক্ষাৎ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এই দিকেই এখন নজর বাংলার রাজনৈতিক মহলের।

 

 

 

ডিএ ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। ডিএ-র দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। স্কুল শিক্ষকদের একাংশও একই দাবিতে সরব। এর মধ্যেই চলছে নিয়োগ দুর্নীতির তদন্ত। সেই তদন্ত যত এগোচ্ছে, তত নতুন নাম সামনে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এই সকল বিষয় নিয়েই রাজ্য রাজনীতি এখন সরগরম। এই সকল বিষয়ও উঠে আসতে পারে অমিত শাহ ও সিভি আনন্দ বোসের মধ্যে সাক্ষাতে।

 

 

 

আরও পড়ুন –  ‘প্রধানমন্ত্রীর দফতর থেকে আসছি’, ছ’মাস সরকারি টাকায় ফূর্তি করে পুলিশের হাতে ধৃত…

 

 

অতীতে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে মতানৈক্যের সাক্ষী থেকেছে বাংলার রাজনৈতিক মহল। জগদীপ ধনখড় বিভিন্ন বিষয়ে সরব হতে তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে। রাজ্যের শীর্ষ আমলাদের ডেকে পাঠাতেন বিভিন্ন ব্যাপারে জানতে। ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বাংলার নতুন রাজ্যপাল হয়েছেন সিভি আনন্দ বোস। তার সঙ্গে শুরুতে রাজ্য সরকারের সখ্যতা ছিল নজরকাড়ার মতো। কিন্তু দিনে দিনে সেই সম্পর্কের রং কিছুটা হলেও ফিকে হয়েছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং youtube )